X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-ক্যানবেরা নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সুপারিশ

শেখ শাহরিয়ার জামান
২৮ জুন ২০২১, ২২:৫৬আপডেট : ২৮ জুন ২০২১, ২২:৫৬

স্বাধীনতার পরপরই স্বীকৃতি দিলেও উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতা, অল্প সংখ্যক শিক্ষার্থী পড়তে যাওয়ার মাঝেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সীমিত রেখেছে অস্ট্রেলিয়া। এখন সে দেশের প্রভাবশালী ন্যাশনাল সিকিউরিটি কলেজের একটি পলিসি পেপারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার সুপারিশ করা হয়েছে। সেখানে নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

ওই পলিসি পেপারে বাংলাদেশকে এশিয়ার ‘উদীয়মান বাঘ’ হিসেবে অভিহিত করে বলা হয়েছে— ‘ক্যানবেরার উচিত ঢাকার সঙ্গে সামরিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করা এবং একইসঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া।’

সম্পর্ক বাড়ানোর জন্য ওই পেপারে চারটি বড় ক্ষেত্রে সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো হচ্ছে— সামরিক সম্পর্ক বৃদ্ধি, বাংলাদেশের সুমদ্র নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা করা, আঞ্চলিক নিরাপত্তার জন্য আরও বেশি সম্পৃক্ত হওয়া এবং বাংলাদেশের সুশীল সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি ভালো সূচনা।’

তিনি বলেন, ‘আমাদের আরও বেশি যোগাযোগ বাড়াতে হবে। শুধু পলিসি পেপার দেখেতো এই বিষয়গুলো সামনের দিকে এগোনো যাবে না।  আমাদের নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করতে হবে।’

সুস্পষ্ট সুপারিশ

ন্যাশনাল সিকিউরিটি কলেজের পলিসি পেপারে দুই দেশের সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে মোটা দাগের সুপারিশের পাশাপাশি কয়েকটি সুস্পষ্ট পরামর্শ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান সরকারকে। সেগুলো হচ্ছে— অস্ট্রেলিয়ান দূতাবাসে একজন ডিফেন্স অ্যাডভাইজার নিয়োগ দেওয়া, বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ সহযোগিতা দেওয়া, অস্ট্রেলিয়ার নৌ বাহিনীর বাংলাদেশ সফর ও বাংলাদেশের সুমদ্র নিরাপত্তা বাড়ানোর জন্য সহায়তা করা।

এ বিষয়ে পেপারে বলা হয়েছে, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার কৌশলগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গেও কৌশলগত সম্পর্ক তৈরি করতে হবে, যাতে করে ইন্দো-প্যাসিফিকে অস্ট্রেলিয়ার স্বার্থ সংরক্ষিত হয়।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘নিরাপত্তার বিষয়গুলো যদি থাকে, তাহলে আমরা এই মুহূর্তে কিছুটা সাবধানে এগোবো। কিন্তু অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে যদি হয়, তাহলে আমাদের দূরে থাকার কোনও কারণ নেই। ’

বৃহৎ শক্তির নেওয়া উদ্যোগ তাদের নিজস্ব স্বার্থের কারণে তৈরি হলেও ছোট দেশগুলোর তাৎক্ষণিক উপকার হয় বলে তিনি জানান।

জাপানের উদাহরণ দিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘তারা কী জন্য বিগবি করেছে, সেটা তারাই ভালো জানে। কিন্তু আমার তো এখানে অবকাঠামো তৈরি হচ্ছে। আমার মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প হচ্ছে, ডিপ সি পোর্ট হচ্ছে এবং সর্বোপরি এখানকার উন্নতি হচ্ছে।’   

গোটা বিষয়টি একটি বড় ধাঁধার অংশ জানিয়ে তিনি বলেন, ‘সবগুলোকে একসঙ্গে জোড়া লাগালে একটি ছবি পাওয়া যাবে।’

বাংলাদেশের গুরুত্ব

অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মোটাদাগে ছিল কিছু ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা এবং কিছু শিক্ষার্থী সেখানে পড়তে যাওয়া। এই প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব কী, সেটি তাদের সঙ্গে বারবার যোগাযোগ করে বোঝানো হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘অস্ট্রেলিয়ায় এটি এমনি এমনি হয়নি। এখানে আমাদের রাষ্ট্রদূতের অবদান আছে। বাংলাদেশের গুরুত্বটা সে দেশের কাছে তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন রাষ্ট্রদূত।’

তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের রাষ্ট্রদূতরা আগামী ২০ থেকে ২৫ বছর পরে বাংলাদেশে কী হতে পারে, সেটি বিবেচনায় নিয়ে যে দেশে তিনি কাজ করছেন, সেই দেশের সরকারের সঙ্গে আলোচনা করবেন।’

পলিসি পেপার নিয়ে বাংলাদেশের চিন্তা-ভাবনা কী জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়ার আগ্রহ রয়েছে এবং সেই বিষয়ে তাল মিলিয়ে চলার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ান প্রবাসীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণের আহ্বান রাষ্ট্রদূতের
পুনেতে ফিরবে কার্ডিফ রূপকথা?
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ