X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘বাস অর্ধেক চলবে আর অর্ধেক চলবে না-এটার নিশ্চয়তা দেবে কে?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৮:১০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৮:২২

আগামী বুধবার (১১ আগস্ট) থেকে শিথিল করা হচ্ছে চলমান কঠোর বিধিনিষেধ। এ দিন থেকে গণপরিবহন চলবে জানিয়ে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে, মোট সংখ্যার অর্ধেক বাস চলাচল করবে। এ সিদ্ধান্তের ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‌‌‘অর্ধেক বাস চলবে আর অর্ধেক চলবে না-এটার নিশ্চয়তা দেবে কে?’

সোমবার (৯ আগস্ট) সড়ক ও জনপথ অধিদফতরের গুরুত্বপূর্ণ মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের পূর্তকাজ দু’টি বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদফতর এবং নির্মাণ প্রতিষ্ঠানের মধ্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন তোলেন। 

অর্ধেক পরিবহন চলবে প্রজ্ঞাপনের বিষয় নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের, সিদ্ধান্ত নেওয়ার আগে  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে একটু আলোচনা করে নিলে ভালো হতো। কারণ অর্ধেক গাড়ি চলবে, আর অর্ধেক চলবে না এটা নিশ্চয়তা কে দেবে? এটা ঠিকমতো হবে কিনা। আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম। বিষয়টি এখন জেলা প্রশাসন ও পুলিশের ওপর ন্যস্ত করা হয়েছে। তারা যদি সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে ভালো কথা। এটা আমাদের এখতিয়ার নয়।’

তিনি বলেন, ‘আমরা পরিবহনে যেটা দেখবো। সেটা হলো গণপরিবহনে যত সিট তত যাত্রী কিনা? ঠিকমতো মাস্ক পরছে কিনা এবং ভাড়াটা ঠিকমতো নিচ্ছে কিনা। আর গাড়ি যাত্রার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে কিনা। এগুলো আমাদের দেখার বিষয়। এটা বিআরটিএ থেকে আমরা দেখবো।’ 

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘১১ তারিখ হতে আমাদের গণপরিবহন চালু হবে। সিদ্ধান্ত অনুযায়ী যত সিট তত যাত্রী। পূর্বের ভাড়ায় গণপরিবহন চলাচল করবে। এ জন্য মালিক, শ্রমিকসহ সবার সহযোগিতা কামনা করছি।’

 

/পিএইচসি/আইএ/
সম্পর্কিত
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
বিএনপির ধ্বংসে বাইরের শত্রুর প্রয়োজন হবে না: ওবায়দুল কাদের
দলীয় সিদ্ধান্ত অমান্যসময়মতো ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের
সর্বশেষ খবর
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে