X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘মানবাধিকার নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়নি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০০

কয়েকমাস আগে যুক্তরাজ্য থেকে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করা হলে সেটির প্রতিবাদ করে ঢাকা। কিন্তু গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিষয়টি উত্থাপন করেননি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তিনি (ডমিনিক রাব) একটি কথাও বলেননি।’

ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে দুই মন্ত্রীর মাঝে কথা হয়েছে জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘তারা (যুক্তরাজ্য) বলেছে, এটা সব দেশেই আছে। আমরা বলেছি, প্রয়োগের ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন আছে। কিন্তু তারা আইনবর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে কোনও কথা বলেনি।’

যুক্তরাজ্যের মানবাধিকার রিপোর্ট প্রকাশ হওয়ার পর বাংলাদেশ এর সমালোচনা করেছে জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘আমরা বলেছি, যুক্তরাজ্যের মতামত, বা এ ধরনের অন্য কোনও দেশ যখন কোনও রিপোর্ট প্রকাশ করবে, তখন যেন অবজেক্টিভ রিপোর্ট প্রকাশ করে, যাতে করে আমাদের উপকার হয়।’

তিনি বলেন, ‘আমরা আশা করি,ওইসব সরকার ও ওইসব দেশ যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছে।’

মিডিয়ার সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পশ্চিমা দেশগুলোর যেকোনও রিপোর্ট নিয়ে বাড়াবাড়ি করে দেশীয় সংবাদ মাধ্যমগুলো।’

তিনি বলেন, ‘একটি মৃতের চেহারা দেখতে খারাপ লাগে, কিন্তু আমাদের দেশে মিডিয়া ওটা দেখাবে। তারপর তার কান্নারত পরিবারের ছবি দেখাবে। পশ্চিমা দেশে কান্নারত পরিবারের ছবি কখনও দেখায় না।’

তিনি আরও  বলেন, ‘যারা কান্নারত পরিবারের ছবি দেখাবে, তাদের এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। তাহলে আপনাদের এই বদভ্যাসটা বন্ধ হবে।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
বিস্তৃত অংশীদারিত্বের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও ইইউ
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি