X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মিশরীয় বিমান লিজ প্রক্রিয়ায় অভিযুক্তদের লিখিত বক্তব্য চেয়েছে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৮:৪৬আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:৪৬

মিশরীয় বিমান লিজ প্রক্রিয়ায় ‘অভিযুক্তদের’ লিখিত বক্তব্য চেয়েছে সংসদীয় কমিটি। আগামী ১০ দিনের মধ্যে তাদের সংসদীয় কমিটির কাছে অভিযোগ সম্পর্কে বক্তব্য জমা দিতে বলা হয়েছে। সংসদীয় কমিটির তলবের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত হলে তাদের এ নির্দেশনা দেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সাত বছর আগে মিশর থেকে দুটি বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ ভাড়ায় এনে সরকারের ১১ কোটি টাকা ক্ষতির ঘটনা তদন্তে ‘অভিযুক্তদের’ তলবের সিদ্ধান্ত নেয় সংসদীয় কমিটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দীন ও সাবেক এমডি মোসাদ্দেককে গত ২৯ সেপ্টম্বর সংসদীয় কমিটি জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশনা দেয়।

বৃহস্পতিবারও ওই ঘটনায় সম্পৃক্ত ৬-৭ জন কর্মকর্তাকে ডেকেছিল সংসদীয় কমিটি। জানা গেছে, কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তারা মৌখিক বক্তব্য শুরু করলে কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী তাদের থামিয়ে দেন। তিনি তাদের কমিটির কাছে লিখিত বক্তব্য জমা দিতে বলেন।

জানা গেছে, লিখিত বক্তব্য পাওয়ার পর কমিটি তা যাচাই-বাছাই করে কাউকে প্রয়োজন মনে করলে তাকে আবারও ডাকবে।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিশরীয় দুইটি বিমান লিজ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আগামী ১০ দিনের মধ্যে বিভিন্ন অভিযোগ সম্পর্কে লিখিত বক্তব্য সংসদীয় কমিটিতে পাঠানোর সুপারিশ করা হয়।

এদিকে, বৈঠকে কমিটি কক্সবাজারে পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেল সংস্কারের সুপারিশ করেছে। এর আগে সম্প্রতি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটিও কক্সবাজারের পর্যটন করপোরেশনের মোটেল শৈবাল, প্রবাল ও উপলকে একত্র করে মাস্টারপ্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ সুবিধা সংবলিত পর্যটন স্থাপনা তৈরির সুপারিশ করেছে।

এছাড়া বৈঠকে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল- ২০২১’ প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদের আগামী অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কাজী ফিরোজ রশীদ, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

 

 

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতরকে টাকা বাঁচিয়ে কাজের মান অক্ষুণ্ণ রাখার নির্দেশ
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
পূর্বাচল-ঝিলমিল বসবাসের উপযোগী না হওয়ায় সংসদীয় কমিটির অসন্তোষ
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী