X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইউপি ভোট নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ২১:১৩আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২১:১৩

ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন ঘিরে সারাদেশে সহিংস ঘটনায় নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কেন্দ্রীয়ভাবে কোনও বৈঠক না করলেও সহিংস ঘটনার প্রেক্ষিতে এবার তাদের সঙ্গে বৈঠক বসবে ইসি। আগামী ৪ নভেম্বর ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য জানতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা করবে ইসি। সোমবার (১ নভেম্বর) এ সভার চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলে ইসি জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কোভিড পরিস্থিতিতে ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কেন্দ্রীয়ভাবে বৈঠক না করে অঞ্চলভিত্তিক মাঠ প্রশাসনে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের কর্মপরিকল্পনা ছিল ইসির। সে অনুযায়ী প্রথম ধাপের ইউপি ভোট শেষ করে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কিন্তু প্রথম ধাপের ভোটে সহিংসতা ও খুনের ঘটনা এবং তফসিল ঘোষিত দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনি এলাকায় সহিংসতার প্রেক্ষিতে কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। তবে কোভিড পরিস্থিতিতে সরাসরি বৈঠক না  করে ভার্চুয়াল সভার আয়োজন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা বসবো। কোনও সহিংসতা হোক তা আমরা চাই না।

জানা গেছে, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৬টি এবং ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জেলায় সহিংসতা বেড়েই চলছে। মূলত, এসব সংঘর্ষ ঘটছে সরকারি দলের দুই গ্রুপের প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলেও আলোচনা চলছে। এমন পরিস্থিতি মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক ডেকেছে ইসি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সহিংসতার মাত্র কয়েকটি ঘটনা কমিশন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যে সংখ্যক সহিংস ঘটনা ঘটছে- সেই অনুপাতে কমিশন ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ার প্রেক্ষিতে হঠাৎ করেই মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কমিশন।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে