X
বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১২ মাঘ ১৪২৮
সেকশনস

৬ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২২:৩২

গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হওয়া রোগী সংখ্যা কমেছে, তবে বেড়েছে মৃত্যু। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৪ ডিসেম্বর সকাল ৮টা) পর্যন্ত করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৬ জন আর করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। এর আগে শুক্রবার ( ৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর ২৪৩ শনাক্ত ও তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। 

নতুন শনাক্ত হওয়া ১৭৬ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে এখন পর্যন্ত মোট শনাক্ত-হলেন ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন আর মারা যাওয়া ছয় জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৭ হাজার ৯৯৫ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬২ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৬ হাজার ২২৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪২৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি নয় লাখ ৬২ হাজার ৪৭৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৮ লাখ পাঁচ হাজার ৭৪৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৫৬ হাজার ৭২৭টি। 

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক সাত শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পুরুষ দুইজন আর নারী চারজন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯১১ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৮৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, বয়স বিবেচনায় তাদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন আর ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন তিনজন আর রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের আছেন একজন করে।

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া ছয়জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন পাঁচজন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন।

/জেএ/এমআর/এমএস/
সম্পর্কিত
আবারও টিকা কেনার খরচ সংসদে জানাতে চাইলেন না স্বাস্থ্যমন্ত্রী
আবারও টিকা কেনার খরচ সংসদে জানাতে চাইলেন না স্বাস্থ্যমন্ত্রী
একসপ্তাহে মারা যাওয়া ৭৯ জনের ৫১ জনই টিকা নেননি
একসপ্তাহে মারা যাওয়া ৭৯ জনের ৫১ জনই টিকা নেননি
একসপ্তাহে শনাক্ত বেড়েছে ১৮০ শতাংশ, মৃত্যু ৮৮ শতাংশ
একসপ্তাহে শনাক্ত বেড়েছে ১৮০ শতাংশ, মৃত্যু ৮৮ শতাংশ
একদিনে প্রায় ১৫ হাজার রোগী, মৃত্যু ১৫ জনের
একদিনে প্রায় ১৫ হাজার রোগী, মৃত্যু ১৫ জনের
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
আবারও টিকা কেনার খরচ সংসদে জানাতে চাইলেন না স্বাস্থ্যমন্ত্রী
আবারও টিকা কেনার খরচ সংসদে জানাতে চাইলেন না স্বাস্থ্যমন্ত্রী
একসপ্তাহে মারা যাওয়া ৭৯ জনের ৫১ জনই টিকা নেননি
একসপ্তাহে মারা যাওয়া ৭৯ জনের ৫১ জনই টিকা নেননি
একসপ্তাহে শনাক্ত বেড়েছে ১৮০ শতাংশ, মৃত্যু ৮৮ শতাংশ
একসপ্তাহে শনাক্ত বেড়েছে ১৮০ শতাংশ, মৃত্যু ৮৮ শতাংশ
একদিনে প্রায় ১৫ হাজার রোগী, মৃত্যু ১৫ জনের
একদিনে প্রায় ১৫ হাজার রোগী, মৃত্যু ১৫ জনের
২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর ৭ হাজারই ঢাকার
২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর ৭ হাজারই ঢাকার
© 2022 Bangla Tribune