X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘পুলিশ সদস্যের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল ভুল বোঝাবুঝির জন্য হয়েছে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১৫:৫৩আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫:৫৯

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ সদস্যের সে দেশে যাওয়ার জন্য ভিসা বন্ধ করার বিষয়টি একটি ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল কিছু তথ্য দেখে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। সেটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এই ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে।’

বুধবার (১২ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কমিটির প্রধান হিসেবে তিনি বৈঠকে উপস্থিত ছিলেন।

মোজাম্মেল হক বলেছেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে মাদক বেচাকেনা হয়। এ বিষয়টিতে আইনশৃঙ্খলা বাহিনী যাতে আরও সজাগ থাকে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেহেতু এ দেশের নাগরিক নয়, তাই তাদের অন্যায়ের ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে।’

মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয় বৈঠকে। মন্ত্রী বলেন, ‌‘দেশে এখন জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। মাদকদ্রব্য আসছে সীমান্ত দিয়ে, সেগুলো নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে আসার সময় এগুলো ধ্বংস করে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।’

তিনি বলেন, ‘যেসব বিদেশি নাগরিকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্তা করতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এরা বাংলাদেশে অবৈধভাবে থাকছে।’

মোজাম্মেল হক বলেন, ‘ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠন হবে। যেগুলোর সভাপতি হবেন জনপ্রতিনিধিরা। মাদক আইনের দুর্বলতা রয়েছে। তাই যারা মাদক বেচাকেনা করে তাদের আইনের আওতায় আনা সম্ভব হয় না। এই আইন সংশোধনের সিদ্ধান্ত হয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে যারা রাষ্ট্রবিরোধী প্রচারণা করে, তাদের পাসপোর্ট বাতিল করার উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এরা বেশি অপপ্রচার চালায়। তাই এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিস বাংলাদেশে না রাখার সিদ্ধান্ত হয়েছে।’

 

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
জিনিসপত্রের দাম কমায় মানুষ একটু স্বস্তিতে আছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
‘বঙ্গবন্ধু রাজাকারদের জেলে ভরেছিলেন, জিয়াউর রহমান মুক্তি দিয়েছেন’
দুই ভাগে রাজাকারের তালিকা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সর্বশেষ খবর
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন