X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সীমান্তের বেড়ায় ভারত থেকে ছিটকে পড়ছে মেঘালয়ের যে গ্রাম

রঞ্জন বসু, দিল্লি
১৩ জানুয়ারি ২০২২, ২২:০৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২২:০৩

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের মেঘালয়ে ইস্ট খাসি হিলস জেলায় একটি ছোট্ট পাহাড়ি গ্রাম লিংখং। এখানে সাকুল্যে গোটা সতেরো কী আঠারোটি পরিবারের বসবাস। গ্রামের মোট জনসংখ্যা বড়জোর একশ’র কাছাকাছি। নিস্তরঙ্গ এই গ্রামের বাসিন্দাদের কয়েক দিন ধরে রাতে ঘুম নেই। কারণ, বাকি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় তারা। 

মূলত চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ বাংলাদেশ সীমান্তের পুরোটা জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ তড়িঘড়ি শেষ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে, সেই ধাক্কা এসে পড়েছে লিংখংয়েও। সীমান্তের জিরো লাইনের ঠিক ওপরেই অবস্থিত গ্রামটি। সীমান্তের অন্যত্র জিরো লাইন থেকে অন্তত ১৫০ গজ দূরে বেড়া বসানো হলেও স্থানীয় পাহাড়ি টপোগ্রাফির জন্য ওই গ্রামে সেই সুযোগ নেই। ফলে বেড়া দিতে হলে জিরো লাইন বরাবরই দিতে হবে। তাতে পুরো গ্রাম আর তার শ’খানেক অধিবাসী বাকি ভারত থেকে আলাদা হয়ে পড়বে। এ কারণে গ্রামবাসীরা বেশ কয়েক বছর ধরে লিংখং সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে দেননি। তাদের প্রতিবাদ ও বাধায় কর্তৃপক্ষ এগোতে পারেনি।

কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়ায় যেসব ‘ফাঁকফোকর’ আছে সেগুলো দূর করতেই হবে। এক্ষেত্রে লিংখংও ব্যতিক্রম হবে না। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে জোরকদমে।

মেঘালয়ের একটি খাসিয়া গ্রাম

মেঘালয়ের এলাকাটিতে খাসিয়া গ্রামগুলোতে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু রয়েছে। যথারীতি গ্রামের ‘মোড়ল’ বা মুখিয়া-ও একজন নারী। তার নাম ডাবলিং খাংসডির। তিনি বলছেন, ‘বেড়া বসানো হয়ে গেলে আমাদের পুরো গ্রামটাই ভারতের বাইরে ছিটকে যাবে। এটা কি আমাদের প্রতি সুবিচার হচ্ছে? আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে এখানে বাস করে আসছেন।’ 

‘ভারত সরকার এই গ্রামকে দেশের ভেতরে রাখার কোনও বুদ্ধিই কি বের করতে পারছে না?’– স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন ওই নারী। তিনি ও তার পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামের সবাই এখন অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন, তারা কি আগের মতো ‘ভারতের ভেতরেই’ থাকতে পারবেন?

দিল্লির নর্থ ব্লকে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অবশ্য বাঁধাধরা জবাব দিয়ে যাচ্ছেন, ‘সীমান্তে চোরাকারবার ও অপরাধমূলক কাজকর্ম বন্ধ করতে হলে কাঁটাতারের বেড়া নিরবচ্ছিন্ন ও নিশ্ছিদ্র করে তোলা ছাড়া উপায় নেই। মাত্র একটি গ্রামের জন্য এই নীতির সঙ্গে আপস করা সম্ভব নয়।’ 

ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও প্রবীণ কূটনীতিবিদ মুচকুন্দ দুবে অবশ্য মনে করেন, কাঁটাতারের বেড়া নিয়ে ভারত অনাবশ্যক একটি আগ্রাসী মনোভাব দেখাচ্ছে, যার কোনও প্রয়োজনই ছিল না।

বাংলাদেশ ও মেঘালয়ের পাহাড়ি সীমান্ত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, সীমান্তের সব জায়গাতেই যে জিরো লাইন থেকে দেড়শ’  গজ দূরে বেড়া বসানো গেছে তা কিন্তু নয়। অনেক জায়গাতেই ৩০ বা ৪০ গজ, কোথাও প্রায় জিরো লাইন ঘেঁষেই বেড়া বসাতে হয়েছে। 

তবে তাদের মতে, এসব ব্যতিক্রম বিষয়ে বাংলাদেশ সরকারের অনুমতি বা সম্মতি পাওয়াটা জরুরি, যেটাকে টেকনিক্যাল পরিভাষায় বলে ‘কনকারেন্স’।  

মেঘালয় ও বাংলাদেশের মধ্যে যে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার লম্বা সীমান্ত, তার প্রায় সাতটি স্থানে বাংলাদেশ ইতোমধ্যে সেই ‘কনকারেন্স’ দিয়েছে। লিংখংয়ের ক্ষেত্রেও সেই সম্মতি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করার কথা ভাবা হচ্ছে বলেও বিএসএফ সূত্রগুলো আভাস দিয়েছে।

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
ভারত সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’