X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সংসদ ভবনের লুই কানের নকশার বর্ণনামূলক তালিকা সরকারের হাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ১৯:২১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৯:২৪

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব সংসদ ভবনের মূল নকশা সংরক্ষণের অংশ হিসেবে অঙ্কিত বর্ণনামূলক তালিকা (Drawing Inventory List) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকারের কাছে এসেছে বলে  গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জাতীয় সংসদকে জানিয়েছেন।
বৃহস্পতিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- নকশা তল্লাশির জন্য ৩ হাজার ৫৫০ ডলার ফি পাঠানো হলে যুক্তরাষ্ট্রের পেনসালভানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নকশা খুঁজে বের করে গত ১৫ জানুয়ারি নকশার বর্ণনামূলক তালিকা পাঠিয়েছে। এই তালিকা থেকে প্রয়োজনীয় নকশা চিহ্নিত করে তা সংগ্রহ করা হবে। এই তালিকা থেকে মূল নকশা চিহ্নিত করে তা সংগ্রহ করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশে লুই আই কানের নকশা সংগ্রহের জন্য ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভের সঙ্গে ইমেইলে যোগাযোগ করা হয় বলেও মন্ত্রী এ সময়ে জানান।
২০১৪ সালে সংসদ ভবনের স্থপতি লুই আই কানের প্রতিষ্ঠানের কাছ থেকে সংসদ ভবনের মূল নকশা আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর লুই কানের প্রতিষ্ঠান ডেভিড অ্যান্ড উইজডম এর সঙ্গে যোগাযোগ শুরু করে স্থাপত্য অধিদপ্তর।
জাতীয় সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে স্থপতি লুই আই কানের করা মূল নকশা আনার উদ্যোগ নেওয়া হয়। সে সময় গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও সংসদের নিরাপত্তা শাখার সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা নকশার বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। তখনই মূল নকশার ‘কিছু অংশ’ বাংলাদেশের কাছে না থাকার বিষয়টি উঠে আসে।

মুক্তিযুদ্ধের পরবর্তীতে লুই কান কয়েকবার বাংলাদেশে কাজের জন্য আসেন। কিন্তু শেষপর্যন্ত মূল নকশা সংশ্লিষ্ট কিছু ‘প্ল্যান’ তিনি হস্তান্তর করেত পারেননি। পরবর্তীতে এ নিয়ে কোনও সরকার আগ্রহ দেখায়নি।

২০১৩ সালের ২ জুন সংসদ কমিশনের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবন সংরক্ষণে মূল নকশার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কিছু না করার ব্যাপারে মত দেন। এক্ষেত্রে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলারও পরামর্শ দেন তিনি।

গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, সংসদ সদস্যদের ‍অনুকূলে উত্তরা প্রকল্পে ১৪৮টি, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১৩৮টি এবং ঝিলমিল আবাসিক প্রকল্পে ৫টি প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া ঝিলমিল প্রকল্পে ২০ প্লট বরাদ্দের কার্যক্রম চলমান রয়েছে। যেসব সংসদ সদস্যরা প্লট পাননি তাদের ফ্ল্যাট বরাদ্দের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

/ইএইচএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে’
‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে’
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
আজ খোলা থাকবে সরকারি অফিস
আজ খোলা থাকবে সরকারি অফিস
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা