X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বিপদে ঠেলে দেবে এমন প্রকল্প সরকার নেবে না’

শেখ শাহরিয়ার জামান
১৯ মে ২০২২, ১৪:০০আপডেট : ১৯ মে ২০২২, ১৪:০০

পদ্মা ব্রিজ, মেট্রো রেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রসহ অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ। কিন্তু সরকার এমন কোনও প্রকল্প গ্রহণ করেনি যার কারণে দেশটি বিপদে পড়তে পারে— বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের চিত্র বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা ঠিক আছি। আমরা এমন কোন প্রকল্প হাতে নেইনি যেটা আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিতে পারে। এখন আগামীতেও যেন আমরা একই ধরনের সাবধানতা অবলম্বন করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে।’

আমাদের যে মেগা প্রকল্পগুলো প্রায় শেষের পথে রয়েছে সেগুলোকে চালু করা সরকারের প্রথম অগ্রাধিকার এবং খেয়াল রাখতে হবে আমরা যেন এমন কোন প্রকল্পের জড়িয়ে না পড়ি যেগুলো থেকে অবিলম্বে রিটার্ন আসবে না বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আমাদের সামনে একটি উদাহরণ আছে এবং অনেকেই তুলনা করছে শ্রীলংকার সাথে। কিন্তু সেটা হওয়ার কোনও কারণ আমরা দেখি না। তবে, তারপরেও সাবধান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’

চীনের ঋণ

বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার চীন এবং ছোট-বড় মিলিয়ে বিভিন্ন প্রকল্পে সরকারকে সহায়তা করছে ওই দেশটি। পশ্চিমা বিশ্ব এবং ভারত সবসময় চীনের ঋণের ফাঁদের বিষয়টি উল্লেখ করে থাকে।

এ বিষয়ে তিনি বলেন, যদি তথ্য-উপাত্ত বা পরিসংখ্যান দেখা হয় তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নেই।

মোট ঋণের ৫ থেকে ৬ শতাংশ চীন থেকে সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটা নিশ্চয়ই যারা সরকারকে বিব্রত করতে চায় বা নেতিবাচক নিউজ হলে অনেকের মনোযোগ আকর্ষণ করে তারা বলে থাকে। বিশেষ করে যখন একটা শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটে গেছে। সুতরাং সেটার সঙ্গে বাংলাদেশকে এক করে দেখার একটা বিষয় থাকতেই পারে।

পারসেপশন সমস্যা

পদ্মা ব্রিজের গোটা অর্থায়ন করছে বাংলাদেশ এবং ব্রিজটি তৈরির জন্য চীনের একটি কন্ট্রাক্টরকে নিয়োগ দিয়েছে সরকার।

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখানে পারসেপশন প্রবলেম রয়েছে। অনেকের ধারণা হচ্ছে— পদ্মা ব্রিজ চীন বানিয়ে দিচ্ছে কিন্তু বিষয়টি সেরকম নয়। এরকম ধারণা করার কারণ হচ্ছে— যে কনট্রাকটর কাজ করছে সে একজন চাইনিজ এবং সে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছে।’

আরেকটি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য অর্থ দিচ্ছে জাপান। কিন্তু ওখানে দক্ষিণ কোরিয়ার অনেক কন্ট্রাক্টর কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশে অনেক প্রকল্পে চীনের কন্ট্রাক্টররা সফলভাবে কাজ করছে। কিন্তু এর মানে এই নয় যে সব প্রকল্পে চীনের অর্থায়ন রয়েছে বা সব প্রকল্পে চীন জড়িত। এখানে পারসেপশন সমস্যা রয়েছে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
দুই মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে ‘বালি প্রসেসের’ প্রতিনিধি দলের সাক্ষাৎ
ভারত গেছেন পররাষ্ট্র সচিব
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সমুদ্রপথে ফেরত পাঠানোর সিদ্ধান্ত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!