২০১৩ সালে চীন থেকে দুটি সাবমেরিন ক্রয় করে বাংলাদেশে। সাবমেরিন রাখার জন্য ইতিমধ্যে ঘাঁটি নির্মাণের কাজ ৪৩ শতাংশ সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) প্রকাশিত ২০২২-২৩ বাজেট কাঠামো অনুযায়ী কক্সবাজার পেকুয়াতে সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনার নির্মাণ ৪৩ শতাংশ শেষ হয়েছে।
বিগত তিন বছরে নৌবাহিনী দুটি মেরিটাইম পেট্রোল বোট, দুটি করভেট, একটি টর্পেডো বেস ফ্যাসিলিটি, একটি সাবমেরিন বার্থিং পন্টুন, দুটি ফ্রিগেট, দুটি সার্ভে জাহাজ, পাঁচটি পেট্রোল ক্র্যাফট সংযোজন করেছে।
এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নৌবাহিনীর ৩৪৭ লোকবল, একটি জাহাজ এবং ১৪টি গানবোট নিয়োজিত আছে।
উল্লেখ্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থ বছরের জন্য জাতীয় সংসদে ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন। ওই বাজেটের পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে।