X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির নেতা কে, জানতে চান প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৬:১২আপডেট : ২২ জুন ২০২২, ১৬:৩৪

দেশের বাম দলগুলো দাঁড়ি-কমা-সেমিকোলন নিয়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিএনপির নেতাটা কে সেটাও জানতে চেয়েছেন তিনি। একইসঙ্গে জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকবেন না বলে দলের অবস্থান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক প্রভাষ আমিনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন একটা দল। যে দলটা প্রতিষ্ঠিত হয়েছিল একেবারে গণমানুষের মাধ্যমে। সেই সময়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে, তাদের অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ করতে গিয়েই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৯ সালের ২৩ জুন। আমাদের প্রতিপক্ষ যে কয়টা দল আছে, তাদের জন্মস্থানটা কোথায়? যদি ধরেন মূল একটি দল আছে বিএনপি। বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছে একজন মিলিটারি ডিক্টেটর, যে মিলিটারি ডিক্টেটর ১৫ আগস্ট জাতির পিতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। খুনি মোশতাকের সঙ্গে তার হাত মেলানো ছিল এবং মোশতাক যাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল জাতির পিতাকে হত্যার পর। সে যখন নিজেকেই নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করে, তখন প্রেসিডেন্ট সায়েম সাহেব, তাকে সরিয়ে দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করে।’

তিনি বলেন, ‘সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে। সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে যে ক্ষমতা দখল করে, প্রথমে তো তার মিলিটারি উর্দি পরেই একাধারে সেনাপ্রধান, একাধারে রাষ্ট্রপতি। ঠিক আইয়ুব খান যেটা করেছিল, সেই আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করলো। বাংলাদেশে ১৯টা ক্যু হয়। বাংলাদেশে প্রতি রাতে কারফিউ। কিন্তু আমাদের অনেকেই ঝাঁপিয়ে পড়লো যে তিনি গণতন্ত্র দিয়েছেন। তো আমি বলতাম, কারফিউ গণতন্ত্র। তার হাতে তৈরি করা হলো বিএনপি। অর্থাৎ ক্ষমতায় থেকে প্রথমে হ্যাঁ-না ভোট। সেই ভোট কেমন হয়েছিল? এখানে অনেক সাংবাদিক আছেন, তখন অনেকের জন্মই হয়নি। বহু বছর আগের কথা। না ভোটের পাত্তাও ছিল না, সব হ্যাঁ।’

সরকার প্রধান বলেন, ‘এরপরে আসলো রাষ্ট্রপতি নির্বাচন। সেখানেও একটা নির্বাচনের খেলা। তারপরে আসলো সংসদ নির্বাচন ৭৯ সালে। সেখানে দল ভাঙাগড়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকে একে-ওকে নিয়ে, মানে এ গাছের ছাল, ওই গাছের বাকল সব জোড়া দিয়ে, অর্থাৎ ক্ষমতায় বসে একটা দল তৈরি করা। সেই দলটাই হয়ে গেছে মূল দল। আবার পরবর্তী সময়ে জাতীয় পার্টি, সেটাও ওভাবেই তৈরি। আরেক মিলিটারি ডিক্টেটর, সেও ক্ষমতায় বসে জাতীয় পার্টি তৈরি করেছে। যে দলগুলো তৃণমূল থেকে উঠে আসেনি, সেই দলগুলোর কাছে আপনারা কী আশা করেন?’

তিনি বলেন, ‘দলের (বিএনপির) নেতৃত্বটা কার হাতে? কে নেতা? এতিমের অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির দায়ে একজন সাজাপ্রাপ্ত আসামি, আরেকজন ১০ ট্রাক অস্ত্র মামলা, একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। একজন তো ফিউজিটিভ। আরেকজনকে আমি অবশ্য আমার এক্সিকিউটিভ অথরিটিতেই তার সাজা স্থগিত করে বাসায় থাকার সুযোগটা দিয়েছি, বয়সের কথা বিবেচনা করে। এখন এই দলটা যে নির্বাচন করবে, আপনার বললেন কোন দল অংশগ্রহণ করেনি, আপনারা কীভাবে বললেন অংশগ্রহণ করেনি? ২০১৮ সালের নির্বাচনে আসেন, বিএনপি একেকটা সিটে কয়জনকে নমিনেশন দিয়েছিল? সেটা কি আপনাদের মনে আছে? এক সিটে একজনকে সকালে দেয়, দুপুরে সেটা পরিবর্তন করে আরেকজন হয়। তারপর দ্বিতীয় দফায় আরেকজনের নাম দেয়। অর্থাৎ যে যত বেশি টাকা দিচ্ছে, তাকে নমিনেশন দিয়ে দিচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘এ অবস্থায় একটা দল যখন নির্বাচনে তাদের প্রার্থী দেয়, ঢাকা থেকে তাদের এক নেতা একজনকে দিচ্ছে, তো লন্ডন থেকে আরেক নেতা আরেকজনকে দিচ্ছে। যে তাকে টাকা না দেয়, সে নমিনেশন পাবে না। দিনে যদি তিনবার আপনার নমিনেশন বদলান, তারপর দেখা গেলো মাঝখানে নির্বাচন ছেড়ে চলে গেলো। এটা কি অস্বীকার করতে পারবে বিএনপি? তাহলে এটা পার্টিসিপেটরি ইলেকশন হয় নাই, এ কথা কীভাবে বলেন? আর যখন আপনি নির্বাচনের মাঠ ছেড়ে মধ্যপথে চলে যান, তখন মাঠ ফাকা। তখন বাকিরা যা খুশি তাই করতে পারে। সেই দোষটা কাকে দেবেন? এটা তো আওয়ামী লীগকে দিতে পারেন না। আর এই বাস্তবতা সবাই ভুলে যায়।’

তিনি বলেন, ‘একটা মিথ্যা আপনি বারবার বলতে পারেন। আর সত্যের শক্তিটা হচ্ছে একবার, সত্যটা একবার। আপনারা আমি জানি না, বিদেশেও তাদের কাছে অপপ্রচার করা হয় যে, নির্বাচন পার্টিসিপেটরি না। একটা দল নির্বাচনে অংশগ্রহণ করবে তখনই, মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করবে তখনই যে তাদের দেখাতে হবে সেই দল নির্বাচন করে জয়ী হলে, কে হবে সরকার প্রধান। এইটা তো মানুষ আগে বিবেচনা করে। করে না? এটা খালি আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই। তারা (বিএনপি) যে ইলেকশন করবে, তারা কাকে দেখাবে? সাজাপ্রাপ্ত ফিউজিটিভকে? সে তো এখন এই দেশের নাগরিকত্ব বাতিল করে দিয়ে বিদেশি নাগরিক হয়ে বসে আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কত টাকা ইনভেস্ট করলে সহজে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া যায়? একজন সাজাপ্রাপ্ত আসামি হয়েও কীভাবে ব্রিটিশ নাগরিক হলো সেটা খোঁজ করবেন? সেটা খোঁজ করেন না। সেটা তো আপনারা করেন না। সেটা করলেই তো বেরিয়ে আসে। এই নিয়ে তারা কী ইলেকশনটা করবে সেটাই তো বড় কথা। এখানে গণতন্ত্রের দোষটা কোথায়? আরেকটা দলেরও (জাতীয় পার্টি) তাদের (বিএনপি) মতো অবস্থা। তাদের (জাতীয় পার্টি) ঠিক সাংগঠনিক তৎপরতা নেই।’

তিনি বলেন, ‘আর আমাদের বাকি ছিল বাম দলগুলো। তারা তো ক্ষুদ্রাতিক্ষুদ্র হতে হতে মানে দাঁড়ি কমা সেমিকোলন, দাঁড়ি বসবে না কমা বসবে, কমা বসবে না সেমিকোলন বসবে—এই করতে করতে ভাঙতে ভাঙতে তাদের অবস্থা, তারা এখন বাম হয়ে কখনও ডানে কাইত হয়, কখনও বামে কাইত হয়, তাদের তো এই অবস্থা। আছে কে? আমাকে সেটা বলেন না। একটা ভালো শক্তিশালী দল করে দেন, মাঠেই দেখা হবে। মাঠে আমরা দেখবো। সেখানে ঠিক আছে জনগণ যাকে চায়। আমার কথা একটাই স্পষ্ট, প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ অনেক থাকে, ওই রকম সুযোগ নিয়ে আমি তো প্রধানমন্ত্রী হইনি কখনও।’

শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চাই না, সেটা থাকবো না। মিলিটারি ডিক্টেটররা যা করেছে, তার বিরুদ্ধে আমিই সংগ্রাম করেছি, আমি আন্দোলন করেছি। জেল-জুলুম, বোমা, গ্রেনেড, গুলির সম্মুখীন আমিই হয়েছি। কিন্তু গণতন্ত্রটা করতে পেরেছি বলেই, এই ধারাবাহিকতাটা আছে বলেই আজকে দেশের এই উন্নতিটা। ওদের (বিএনপি) জন্য তো কান্নাকাটি করে লাভ নাই। ওরা ইলেকশনটা করবে কী নিয়ে? পুঁজিটা কী? সমস্যা তো ওখানেই। বাংলাদেশে বিএনপির একটাও কী যোগ্য নেতা নেই? যাকে তারা দলের চেয়ারম্যান করতে পারে? তাহলে তো তাদের এই দুরবস্থাটা হয় না।’

আরও পড়ুন:

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ