X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

কোন দলের সংলাপ কবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ১৮:৫০আপডেট : ০৬ জুলাই ২০২২, ২০:৩৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদিন গড়ে চারটি দলের সঙ্গে সংলাপ করবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত ৩৯টি দলের সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা নিয়েছে ইসি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টির সংলাপ হবে শেষ দিন ৩১ জুলাই। অপরদিকে বিএনপির সঙ্গে ২০ জুলাই সংলাপের তারিখ নির্ধারণ করা হয়েছে। সব দলের সঙ্গে এক ঘণ্টার সংলাপ হলেও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে দুই ঘণ্টাব্যাপী সংলাপ হবে।

বুধবার (৬ জুলাই) নির্বাচন ভবনে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ  সংবাদ সম্মেলনে ইসির এই কর্মপরিকল্পনার কথা জানান। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা, দুপুর ১২টা থেকে ১টা, বিকাল আড়াইটা থেকে সাড়ে ৩টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই চার দফায় সংলাপ করবে ইসি।

সংলাপে আমন্ত্রিত দলগুলোকে ধারাবাহিকভাবে বৃহস্পতিবার (৭ ‍জুলাই) থেকে চিঠি দেওয়া  হবে বলে ইসির অতিরিক্ত সচিব জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সংলাপে নির্ধারিত কোনও আলোচ্য সূচি থাকছে না। আলোচনা হবে উন্মুক্ত। প্রতিটি নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে থাকে। বর্তমান কমিশনও সেই ধারা অব্যাহত রাখছে।

নূরুল হুদা কমিশনের আমলে দেখা গেছে, সংলাপে যেসব সুপারিশ এসেছিল, সেগুলো মূলত বই আকারে প্রকাশ করেই  দায়িত্ব শেষ করেছিল ইসি। এসব সুপারিশ বাস্তবায়নে কার্যকর কোনও পদক্ষেপ দেখা যায়নি। এবারও তেমনটি হবে কিনা—এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘সময় হলে দেখা যাবে।’

বিএনপিকে সংলাপে আনতে বিশেষ কোনও উদ্যোগ নেওয়ার কথা কমিশন ভাবছে কিনা, এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘সব দলকেই চিঠি দেওয়া হবে। সব দলই ইসির কাছে সমান।’

কোন দলের  সংলাপ কবে

১৭ জুলাই বুধবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (নিবন্ধন নম্বর ৪৩)-এর সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সংলাপ শুরু হবে। এছাড়া এদিন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (৪২), বাংলাদেশ কংগ্রেস (৪৪) ও বাংলাদেশ মুসলিম লীগের-বিএমএল (৪০) সঙ্গে সংলাপ করবে ইসি।

১৮ জুলাই সোমবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (৩৫), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) (৪১), খেলাফত মজলিস (৩৮) ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির (৩৭) সঙ্গে সংলাপ।

১৯ জুলাই মঙ্গলবার বাংলাদেশ কল্যাণ পার্টি (৩১), ইসলামী ঐক্যজোট (৩২), বাংলাদেশ খেলাফত মজলিস (৩৩) ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) (০৩)-এর সঙ্গে সংলাপ।

২০ জুলাই বুধবার, গণতন্ত্রী পার্টি (০৮) ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (০৯) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (০৭) (তিনটা থেকে ৫টা)।

২১ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ তরিকত ফেডারেশন (১৯), বাংলাদেশ জাতীয় পার্টি (২৮), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (১৩) ও গণফ্রন্ট (২৫)।

২৪ জুলাই রবিবার বাংলাদেশ খেলাফত আন্দোলন (২০), জাতীয় পার্টি-জেপি (০২), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি (১৫) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (৩০)।

২৫ জুলাই সোমবার বাংলাদেশ মুসলিম লীগ (২১), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (১০), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (১৭) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডি (০১)।

২৬ জুলাই মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (২৩), বিকল্পধারা বাংলাদেশ (১১), ইসলামী আন্দোলন বাংলাদেশ (৩৪) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (২২)।

২৭ জুলাই বুধবার বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (১৮), জাকের পার্টি (১৬) ও কৃষক শ্রমিক জনতা লীগ (০৪)।

২৮ জুলাই বৃহস্পতিবার গণফোরাম (২৪), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ (২৭) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (০৫)।

৩১ জুলাই রবিবার জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ (০৬)-এর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সিংড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে শোকজ, ইসিতে এসে জবাব দেওয়ার নির্দেশ
নির্বাচন কমিশনারদের সুযোগ-সুবিধা সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি