X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

‘ভাগ্য খুলছে’ নির্বাচন কর্মকর্তাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২২, ১৭:০৭আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৭:১৯

ভাগ্য খুলছে নির্বাচন কমিশনের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের। জেলা ও উপজেলা পর্যায়ের এসব কর্মকর্তার বেতন গ্রেড আপগ্রেড করা হচ্ছে। এক্ষেত্রে ‘ক’ শ্রেণির ২৩০টি উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ নবম গ্রেড থেকে উন্নীত করে ষষ্ঠ গ্রেড করা হচ্ছে। এছাড়া বৃহত্তর ১৯টি জেলার মতো দেশের সব জেলার নির্বাচন কর্মকর্তার পদটি উন্নীত হচ্ছে পঞ্চম গ্রেডে।

বুধবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের প্রশাসনিক সংস্কার কমিটির এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। কমিশন সভায় অনুমোদনের পর এই সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রশাসনিক সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সুপারিশের বিষয়ে আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমানে ১৯টি বড় জেলায় উপ-সচিব পদমর্যাদার পঞ্চম গ্রেডের কর্মকর্তা আছেন। বাকি ৪৫টি জেলায় আছেন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা। এতে বদলিসহ নানা ধরনের বিপত্তি হয়। এজন্য আমরা ১৯টির মতো বাকি ৪৫টি জেলায় পঞ্চম গ্রেডের পদ সৃষ্টির সুপারিশ করেছি, যাতে সব জায়গায় একই গ্রেডের কর্মকর্তা থাকেন। এটা করতে গেলে সরকারের অতিরিক্ত কোনও অর্থ ব্যয় একেবারেই থাকবে না। কেবল তাদের গ্রেডটি পরিবর্তন হবে।

উপজেলা কর্মকর্তাদের পদ আপগ্রেড করা প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা ও থানা (বিভাগীয় শহরে) মিলে ৫২২টি পদ রয়েছে। বর্তমানে উপজেলার পদটি নবম গ্রেডের। আমরা ২৩০টি ‘ক’ শ্রেণির উপজেলার পদ ষষ্ঠ গ্রেডে করার সুপারিশ করেছি। এক্ষেত্রে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ হবে। আর এই ক্ষেত্রে আর্থিক ব্যয় নেই বললেও চলে। কারণ, কর্মরত সব কর্মকর্তাই ইতোমধ্যে ষষ্ঠ গ্রেডের বেশি বেতন স্কেল পাচ্ছেন।

পদ আপগ্রেডের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, উপজেলা নির্বাচন অফিসাররা ১৬-১৭ বছর একই পদে কাজ করছেন। তাদের কেউ কেউ জেলা নির্বাচন অফিসার হয়েছে। কেউ আঞ্চলিক কর্মকর্তা হয়েছেন। যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের জন্য আমরা কিছু সুপারিশ করেছি নতুন পদ সৃষ্টির জন্য। কিছু করেছি পদ উন্নীতকরণের জন্য। একই পদে দীর্ঘদিন কাজ করলে কাজের স্পৃহা কমে যায়। এ বিষয়ে কর্মকর্তাদের দাবিও ছিল।

তিনি জানান, পদ আপগ্রেডের বিষয় নিয়ে তারা আগেও বৈঠক করেছিলেন। আজকের বৈঠকে এটি পরিশীলিত হয়েছে। কমিশন সভায় অনুমোদন করে পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে নবসৃষ্ট সহকারী উপজেলা নির্বাচন অফিসারের পদে প্রসঙ্গে তিনি বলেন, এ পদের কিছু সরাসরি রিক্রুট হবে। আর বেশিরভাগ হবে পদোন্নতির মাধ্যমে। সেটার নিয়োগ বিধি ছিল না, আমরা খসড়া একটি নিয়োগ বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এরপর সেটা সচিব কমিটিতে যাবে। ওই কমিটি অনুমোদন দিলে পিএসসিতে সরাসরি নিয়োগের জন্য অনুরোধ করবো। পদোন্নতি যারা পাবে সেটা সচিবালয় করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার শূন্যপদে পিএসসির কাছে আগেই সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।

 

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
নির্বিঘ্নে ভোট দিতে পরিবেশ সৃষ্টি করছে নির্বাচন কমিশন: রাশেদা সুলতানা
প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে জানালো ইসি
উপজেলা পরিষদের প্রথম ধাপে আ.লীগের জয়জয়কার
সর্বশেষ খবর
দেশে সংকট সৃষ্টির চেষ্টা চলছে: ওবায়দুল কাদের
দেশে সংকট সৃষ্টির চেষ্টা চলছে: ওবায়দুল কাদের
বাইডেনের চিঠির ফলোআপ করতে লু আসছেন: ওবায়দুল কাদের
বাইডেনের চিঠির ফলোআপ করতে লু আসছেন: ওবায়দুল কাদের
বনাঞ্চল উজাড় ও স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: দুদকের অভিযান
বনাঞ্চল উজাড় ও স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: দুদকের অভিযান
‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার, ডোনাল্ড লু এলে আরও সুদৃঢ় হবে’
‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার, ডোনাল্ড লু এলে আরও সুদৃঢ় হবে’
সর্বাধিক পঠিত
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
বিবি-বাইডেনের সখ্যতায় ফাটল কি লোক দেখানো?
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক