X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযুদ্ধ বিরোধীদের মোকাবিলায় বাংলাদেশ ও ভারতকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭

মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারীদের মোকাবিলার জন্য বাংলাদেশ ও ভারতকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকায় ‘সম্প্রীতি বাংলাদেশ মৈত্রী দিবস’ উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য সোসাইটি’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার বলেন, আমরা সবাই মৈত্রীর কথা বলছি। এর বিরোধী শক্তিও আছে এবং এটি আমরা টের পাই। দুই দেশের মধ্যে রাজনৈতিক ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলতে হবে এদের মোকাবিলার জন্য।

সবার ঐক্যবদ্ধ চেষ্টায় দেশ স্বাধীন হয়েছে জানিয়ে তিনি বলেন, মিত্র বাহিনী আমাদের আর্থিক, রাজনৈতিক সহায়তা দিয়েছিল। এক কোটিরও বেশি বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল।

ভারতের রাষ্ট্রদূত বলেন, অন্য যেকোনও সময়ের চেয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক এখন দৃঢ়। আমাদের নিয়তি একে অপরের সঙ্গে জড়িত এবং ভবিষ্যৎ একে অপরের ওপর নির্ভরশীল। তিনি বলেন, ১৯৭১ সালে আমরা বাংলাদেশের সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, মৈত্রী দিবসের বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখন অদ্ভুত কথা বলে। এজন্য আমাদের বারবার মুক্তিযুদ্ধের কথা বলাতে হবে।

মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুদ্ধ সংবাদদাতা মুসা সাদিক বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। এজন্য আমাদের আত্মত্যাগের প্রস্তুতি থাকতে হবে। তিনি বলেন, আমি কয়েক বছর আগে ভিয়েতনাম সফরকালে তাদের জিজ্ঞেস করলাম আপনারা বাংলাদেশের পরে স্বাধীন হয়েও এত দ্রুত উন্নতি কীভাবে করেছেন। তখন তারা উত্তর দিলো আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে। বাংলাদেশ বেশি উন্নতি করতে পারেনি কারণ সেখানকার স্বাধীনতা যুদ্ধ এখনও শেষ হয়নি।

মুক্তিযোদ্ধা সাজ্জাদ জহির বলেন, ভারত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে। খুব অল্প সময়ের প্রশিক্ষণে সাধারণ মানুষদের তারা সৈনিকে পরিণত করেছিলেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে ১৯৭১ সালে চেতনার কথা বলতে হবে। ভারতে বলা হয়ে থাকে, এটি ইন্দো-পাক যুদ্ধ। আবার বাংলাদেশে বলা হয় আমরা একই সব করেছি। সঠিক ইতিহাস সবাইকে জানতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তানিয়া আমির, সাবেক উপাচার্য হারুন-উর-রশিদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালামসহ আরও অনেকে।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা