X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউক্রেনে যুদ্ধ বন্ধে জাতিসংঘে রেজুলেশন গৃহীত; বাংলাদেশ ভোট দানে বিরত

শেখ শাহরিয়ার জামান
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০৮

ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে আনীত রেজুলেশন গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে রেজুলেশনটির ভোটাভুটিতে পক্ষে ১৪১ ভোট, বিপক্ষে সাতটি এবং ভোটদানে বিরত ছিলো ৩২টি দেশ।

‘ইউএন চার্টার প্রিন্সিপ্যাল আনডারলাইয়িং এ কমপ্রিহেন্সিভ, জাস্ট অ্যান্ড লাস্টিং পিস ইন ইউক্রেন’ শীর্ষক ওই রেজুলেশনে বিভিন্ন দেশ দুইদিনব্যাপী তাদের মতামত তুলে ধরে। রেজুলেশনের খসড়ায় দুটি সংশোধনী প্রস্তাব ভোটে দেওয়া হলে বেশিরভাগ এর বিপক্ষে ভোট দেয়। ইউক্রেনে যুদ্ধ বন্ধে জাতিসংঘে রেজুলেশন গৃহীত; বাংলাদেশ ভোট দানে বিরত

ইউক্রেনের ওই রেজুলেশনে বাংলাদেশ ভোট দানে বিরত ছিল। ২১ ফ্রেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠায়। তখনই ধারনা করা হয়েছিল যে বাংলাদেশ এই রেজুলেশনে ভোট দানে বিরত থাকবে। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিউ ইয়র্কে অবস্থান করছেন।

দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ভোট দানে বিরত থাকে। অন্যদিকে নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ পক্ষে ভোট দেয়।

১০ সদস্য বিশিষ্ট আসিয়ানের আটটি দেশ পক্ষে ভোট দেয়। ভিয়েতনাম ও   লাউ পিডিআর ভোট দানে বিরত ছিল। একই সঙ্গে চীনও ভোট দানে বিরত থাকে। ইউক্রেনে যুদ্ধ বন্ধে জাতিসংঘে রেজুলেশন গৃহীত; বাংলাদেশ ভোট দানে বিরত

রেজুলেশনের বিপক্ষে ভোট দিয়েছে বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া, মালি, ইরিত্রিয়া এবং রাশিয়া।

এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে আনা পাঁচটি রেজুলেশনের মধ্যে দুটিতে পক্ষে ভোট দেয় বাংলাদেশ এবং তিনটিতে ভোট দানে বিরত থাকে।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘এধরনের রেজুলেশন যুদ্ধরত দুইপক্ষের জন্য গ্রহণযোগ্য না হলে সেটি গ্রহণ করা হলেও কার্যত কোনও প্রভাব রাখে না। এই রেজুলেশন রাশিয়ার কাছে গ্রহণযোগ্য হয়নি।’

তিনি বলেন, ‘শান্তি প্রতিষ্ঠা করতে হলে উভয়পক্ষের মুখরক্ষা করতে হবে। বর্তমান যে অবস্থা সেটি থেকে দেখা যাচ্ছে এখানে এক তরফাভাবে কেউ প্রাধান্য বিস্তার করছে না। যুদ্ধ বন্ধ করতে দুইপক্ষকে কমপ্রোমাইজ করতে হবে এবং সেটির জন্য একটি ক্ষেত্র লাগবে।’

গত এক বছর ধরে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছে এবং ইউক্রেন পশ্চিমা বিশ্বের সহায়তায় শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে বলে তিনি জানান।

বাংলাদেশের অবস্থানের বিষয়ে তিনি বলেন, ‘এটিই সঠিক সিদ্ধান্ত। এখানে পক্ষে ভোট দিলে পশ্চিমা বিশ্বের দিকে বাংলাদেশ বেশি ঝুঁকে পড়েছে বলে প্রতীয়মান হতো।’

/এমএস/
সম্পর্কিত
ইউক্রেনের আদেশে সন্ত্রাসবাদের অভিযোগে রুশ নাগরিকের ২৯ বছরের কারাদণ্ড
জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
ইউক্রেনে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ড, আহত ৮
সর্বশেষ খবর
দ্বিতীয়বার প্রিমিয়ার লিগের মৌসুম সেরা সালাহ
দ্বিতীয়বার প্রিমিয়ার লিগের মৌসুম সেরা সালাহ
ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা
ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা
‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে নজরুলজয়ন্তী
‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে নজরুলজয়ন্তী
ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক, সেনাপ্রধান স্তম্ভ: হেফাজত
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক, সেনাপ্রধান স্তম্ভ: হেফাজত