১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। রবিবার (২৩ এপ্রিল) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে যান তারা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দুই বোন পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করেন।
বনানি কবরস্থানে তাদের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৫ আগস্ট নিহত অন্যান্যরা চিরনিদ্রায় শায়িত রয়েছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য ঠান্ডা মাথায় বঙ্গবন্ধু, তাঁর সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ও আত্মীয়স্বজনকে বর্বরোচিতভাবে হত্যা করে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা সেসময় বিদেশে থাকায় বেঁচে যান।
ছবি: ফোকাস বাংলা।