X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ুনীতি বিষয়ক মন্ত্রী

জলবায়ু পরিবর্তনের জন্য উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে

শেখ শাহরিয়ার জামান
১৪ জুন ২০২৩, ১৯:০৬আপডেট : ১৪ জুন ২০২৩, ২০:২৪

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এবং মানুষের জীবনযাত্রার উন্নয়ন হচ্ছে। কিন্তু এই অগ্রযাত্রা জলবায়ু পরিবর্তনের জন্য বাধাগ্রস্ত হতে পারে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা দরকার বলে মনে করেন ঢাকায় সফররত ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা ও বৈশ্বিক জলবায়ুনীতি বিষয়ক মন্ত্রী ড্যান জোরগেনসেন।

ঢাকায় সফরকালে তিনি টেকসই ও সবুজ অর্থনীতির জন্য যৌথ অ্যাকশন প্ল্যান উদ্বোধন করেন।

বুধবার (১৪ জুন) ডেনমার্কের মন্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বাংলাদেশের উন্নয়ন দেখে অভিভূত। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের কারণে প্রচুর মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে, এতে কোনও সন্দেহ নেই। আমি বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কিন্তু এটি পরিষ্কার যে এই অগ্রযাত্রা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে পড়তে পারে।’

সবচেয়ে বড় চ্যালেঞ্জ

বর্তমান সময়ে হয়তো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। ডেনমার্কের মন্ত্রী ড্যান জোরগেনসেন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ কোনও ভূমিকা রাখেনি। কিন্তু দেশটি এর কারণে বড় ঝুঁকির মধ্যে রয়েছে। এটি সম্পূর্ণ অন্যায়। এ কারণে আমরা সহায়তা করতে চাই।’

পানি ব্যবস্থাপনায় ডেনমার্কের অভিজ্ঞতা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে সহায়তা করতে চাই। জলবায়ু পরিবর্তনের জন্য যাদের সমস্যা হচ্ছে, তাদের আমরা পানি সরবরাহ করতে চাই।’

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ দুই জায়গায় হচ্ছে। প্রথমটি বৈশ্বিক প্রেক্ষাপটে এবং দ্বিতীয়টি স্থানীয় অ্যাডাপটেশন ও মিটিগেশন।

এ প্রশ্নে ড্যান জোরগেনসেন বলেন, ‘বৈশ্বিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে। কারণ, তাপমাত্রা বাড়ছে এবং এটি বন্ধ করতে হবে।’

স্থানীয় সহযোগিতার বিষয়ে তিনি জানান,  দুই দেশের সরকারের মধ্যে যোগাযোগ রয়েছে, কিন্তু অনেক সময় এটি যথেষ্ট হয় না।

তিনি বলেন, ‘স্থানীয়ভাবে কাজ করার জন্য আমরা ওইসব অংশীদারকে বেছে নিই, যারা এখানে সবসময় অবস্থান করছে। স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। আমরা স্থানীয় প্রতিষ্ঠান ও ইউএনডিপির সঙ্গে যৌথভাবে স্থানীয় সহযোগিতার জন্য কাজ করে থাকি।’

 

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
টুভালুর এক-তৃতীয়াংশ মানুষ অস্ট্রেলিয়ার ভিসা প্রত্যাশী
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাস্তবতা, প্রস্তুতির বিকল্প নেই: পরিবেশ উপদেষ্টা
সর্বশেষ খবর
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’