X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

৭ কারণে পেছালো পিএসসির ৭ আঞ্চলিক কার্যালয় নির্মাণ প্রকল্প

শফিকুল ইসলাম
০৭ নভেম্বর ২০২৩, ১২:০৭আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ২১:৫৬

আবারও পিছিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠার কাজ। একইসঙ্গে পিছিয়েছে পিএসসির সক্ষমতা বাড়ানো সংক্রান্ত প্রকল্পের কাজও। এর ফলে সরকারি কর্ম কমিশনের আওতাভুক্ত নিয়োগ পরীক্ষাগুলো আয়োজনের ক্ষেত্রে অধিকতর দক্ষতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়টিও আবারও পিছিয়ে গেলো বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

মূলত সাত কারণে পিছিলেছে পিএসসির সাত আঞ্চলিক কার্যালয় নির্মাণ প্রকল্পের কাজ। ২০১৮ সালে নেওয়া প্রকল্পটি প্রথমবার ২০২২ এবং পরে ২০২৩ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা ছিল। এখন এটি বাস্তবায়নের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৩০ জুন।   

প্রকল্প বাস্তবায়ন পেছানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—(ক) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়টি ছয় তলা ভিত্তির পরিবর্তে ১৫তলা ভিত্তিসহ তিন তলা নির্মাণ (খ) বিপিএসসি-এর আওতাভুক্ত ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা ব্যবস্থাপনা আধুনিকীকরণ (গ) আঞ্চলিক কার্যালয়ের ভবনগুলোতে লিফট, মাল্টিপারপাস হল বা পরীক্ষার হলের চেয়ারের সঙ্গে টেবিল সংযোজন (ঘ) মূল ভবন, বাউন্ডারি ওয়াল, ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ রাস্তার প্রাক্কলিত ব্যয় যুক্তকরণ (ঙ) বৈদ্যুতিক উপকেন্দ্র ভবন নির্মাণ অঙ্গ বাদ দেওয়া (চ) বৈদ্যুতিক সরঞ্জামাদি ক্রয়ের ইকোনমিক কোড সংশোধন (ছ) প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ দুই বছর বৃদ্ধিকরণ।

১২৬ কোটি ৯০ লাখ টাকা মূল অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ধরে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক  প্রকল্প ২০১৮ সালে গ্রহণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। পরবর্তীতে এ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১৩৫ কোটি ৩২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরে প্রকল্পটিতে বিশেষ সংশোধনী আনা হয়।

প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য স্থির করা হয় ২০২২ সালের ৩০ জুন। পরবর্তী সময়ে প্রকল্পের ব্যয় আরও বাড়িয়ে ১৫৫ কোটি ১১ লাখ টাকায় উন্নীত করে প্রথম সংশোধনী আনে সরকারি কর্ম কমিশন। আর বাস্তবায়নের লক্ষ্য স্থির করা হয় ২০২৩ সালের ৩০ জুন। এই মেয়াদেও প্রকল্পটিকে বাস্তবে রূপ দিতে পারেনি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা পিএসসি। প্রস্তাব করা হয় প্রকল্পের দ্বিতীয় সংশোধনী।

এরপর ব্যয় বাড়িয়ে করা হয় ২১৭ কোটি টাকা। আর বাস্তবায়নের নতুন তারিখ নির্ধারণ করা হয় ২০২৫ সালের ৩০ জুন। সম্প্রতি একনেকে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের সাতটি আঞ্চলিক স্থায়ী কার্যালয় ও আনুষঙ্গিক অবকাঠামো প্রতিষ্ঠা করা, বিপিএসসি এর আওতাভুক্ত নিয়োগ পরীক্ষার ব্যবস্থাপনা ও ডিজিটাল ডাটাবেইস-এর উন্নীতকরা এবং বিপিএসসি সচিবালয়ের জনবলের সক্ষমতা বাড়ানো—এই তিন উদ্দেশ্যে সরকার এ প্রকল্পটি গ্রহণ করে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি দেশের আট বিভাগের আট সিটি করপোরেশন এলাকায় বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থ বছরের এডিপিতে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ রয়েছে এই প্রকল্পে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, পিএসসির পরিধি বেড়েছে। এ কারণেই এর সম্প্রসারণ প্রয়োজন। সরকারি নিয়োগে স্বচ্ছতা ও দক্ষতা প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের কাছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কার্যক্রম জোরদার এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করার বিষয়ে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। এ কারণেই সরকার প্রকল্পটি গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে সরকারি কর্ম কমিশনের আওতাভুক্ত নিয়োগ পরীক্ষাগুলো আয়োজনের ক্ষেত্রে অধিকতর দক্ষতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব হবে।

/এফএস/
সম্পর্কিত
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিউমার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প গৃহীত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়