যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি পশ্চিমা দেশ বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই বলে যে অভিযোগ করছে সেগুলোকে ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিদেশিরা বলছে নির্বাচনের পরিবেশ নেই—এ বিষয়ে জানতে চাইলে বুধবার (১৫ নভেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, ‘এগুলো তো ফালতু কথা। এগুলো নিয়ে আপনারা লাফান কেন?’
আমরা নির্বাচন করবো। আমরা নির্বাচনমুখী দল এবং আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা আমাদের দেশের জনগণের প্রতি বিশ্বাস রাখি। দূতাবাস-টুতাবাস এগুলো সব আমাদের কাছে গৌণ বিষয়—বলে তিনি মন্তব্য করেন।
বিদেশিরা যদি নির্বাচন নষ্ট করার চেষ্টা করে তবে সেটি হতে দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাই এবং এটিতে কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দেবে তাদের আমরা শাস্তি দেবো।’
সব লোক নির্বাচনের জন্য তৈরি এবং উদগ্রীব জানিয়ে তিনি বলেন, ‘অনেক সমস্যা আছে এবং সেগুলো দূর করা জন্য চেষ্টা করছি। যেমন জিনিসপত্রের দাম বেশি। আমরা নিজেরাও চেষ্টা করছি কীভাবে কমানো যায় এবং দাম কিছুটা কমেছে।
জাতীয় পার্টির নেতা জি এম কাদের মঙ্গলবার এক মিটিংয়ে মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কার কথা বলেছেন। এ ধরনের নিষেধাজ্ঞার খবর সরকারের কাছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ ধরনের আশঙ্কায় কান দেই না। এগুলো জুজুর ভয়।’