X
বুধবার, ২৬ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১

মিয়ানমার পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২৩, ১৯:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২০:০২

মিয়ানমারে বিদ্যমান পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে বাংলাদেশ। রাখাইনে অস্থির পরিবেশের কারণে  বাংলাদেশে যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে সতর্ক পাহারা দিচ্ছে বিজিবি। এছাড়া বাংলাদেশে থাকা রোহিঙ্গারা যেন কোনোভাবেই আসন্ন নির্বাচনে ভিন্ন কোনও উদ্দেশ্যে ব্যবহার হতে না পারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছে সরকার।

বুধবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ন্যাশনাল টাস্কফোর্সের সঙ্গে বৈঠকের পরে সভার সভাপতি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন একথা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘গত ১৩ নভেম্বর থেকে আমরা রাখাইনে কিছু নিরাপত্তা সমস্যার খবর পাচ্ছি। সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ বা মর্টার শেলের শব্দ পাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে শুধু রোহিঙ্গা নয়, অন্যান্য সম্প্রদায়ের লোক— যারা হয়তো এই গোলাগুলিতে বা এ ধরনের পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা অনুভব করছে। তারাও বিক্ষিপ্তভাবে বা বিচ্ছিন্নভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, বা চেষ্টা করা হয়েছে।’

আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। তারাও এ ধরনের কোনও অনুপ্রবেশ যেন না হয়, সে বিষয়ে  সজাগ দৃষ্টি রেখেছে এবং রাখবে বলে তিনি জানান।

এ মুহূর্তে পরিস্থিতি কিছুটা ভালো জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমরা জানি যে, রাখাইন প্রদেশে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর একটি সমঝোতা আছে, ফলে সেখানে যুদ্ধ বিরতি ছিল। কিন্তু যে কারণেই হোক, ছোটখাটো কিছু দুর্ঘটনা হয়েছে, যেটি আগে ছিল না।’

নির্বাচনের সময় রোহিঙ্গাদের ভিন্ন কাজে ব্যবহারের  কোনও আশঙ্কা আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অবশ্যই নজর রাখছি এবং এটাও নজর রাখছি যে— সেখানকার কেউ বাংলাদেশের ভূমি ব্যবহার করে আরও কোনও ধরনের সুযোগ যেন না নিতে পারে। এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে।’

ক্যাম্পের ভেতরে যে গ্রুপ আছে, সেগুলো কোনও আদর্শভিত্তিক নয় জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘এগুলোর বেশিরভাগই চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রম করে।’ ক্যাম্পের ভেতরে আমাদের এপিবিএনের সক্ষমতা বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

প্রত্যাবাসনের বিষয়ে যে প্রস্তুতি নেওয়া দরকার, সেটি আমরা জারি রেখেছি এবং রাখবো জানিয়ে তিনি বলেন, ‘আজকে এ বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে। আশা আছে, মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, তাহলে  দ্রুতই যেন প্রত্যাবাসন শুরু করতে পারি। আমাদের প্রস্তুতির যেন কোনও ঘাটতি না থাকে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ৯৪ কোটি ডলার সহায়তার আবেদন জাতিসংঘের
জেনেভায় রোহিঙ্গাদের জন্য ৯৪ কোটি ডলারের জেআরপি ঘোষণা আজ
সমুদ্রে নৌকাডুবি: চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার, বিজিবি সদস্যসহ এখনও নিখোঁজ অনেকে
সর্বশেষ খবর
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
ভারতে এক পয়েন্ট পেয়ে এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাংলাদেশের
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ৯ টাকা নির্ধারণের দাবি
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
২৬ মার্চ ভোরে গাবতলী-নবীনগর সড়কে পাঁচঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল
জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম ডকুড্রামা
জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথম ডকুড্রামা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
বাংলাদেশ-ভারতের ম্যাচ কখন, দেখবেন কোথায়?
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিখোঁজ হামিম গ্রুপের জিএম আহসান উল্লাহর রক্তাক্ত মরদেহ উদ্ধার
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদণ্ড
বাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়
শশরা ইউনিয়ন ভূমি অফিসবাইরের লোক দিয়ে চলে কম্পিউটারে কাজ, সরকারি ফির ১০ গুণ আদায়