X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৯ মার্চ ভোট হতে পারে ময়মনসিংহ সিটিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে  ফাইল প্রস্তুত করেছে নির্বাচন কমিশন সচিবালয়।  ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন ওইভাবেই ফাইল অনুমোদন দিয়েছে। যেকোনও সময় এ সিটি ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

ব্যালট নাকি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, এই সিটিতে ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। 

এর আগে, ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। এরপর ১৬ অক্টোবর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর ২০১৯ সালের ২৫ মার্চ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ৫ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা থাকলেও এই সিটির প্রথম ভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  মেয়র নির্বাচিত হয়। ২০১৯ সালের ওই ভোটে কেবল কাউন্সিলর পদে নির্বাচিত অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। সিটির প্রথম ভোটে নগরবাসী ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন।

পৌরসভা ও ইউনিয়ন পরিষদে উপনির্বাচন

এছাড়া আগামী ৯ মার্চ বেশ কয়েকটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এদিন যেসব পৌরসভায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে– বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা পৌরসভা, ত্রিশাল পৌরসভা, মুন্সীগঞ্জ পৌরসভা, তাহেরপুর পৌরসভা, শিবগঞ্জ পৌরসভা ও আমতলী পৌরসভা। এসব পৌরসভায়ও ইভিএমে ভোট হবে।

উপজেলা পরিষদে উপনির্বাচন নয়

বিভিন্ন পদ শূন্য থাকা কমবেশি ৫০টির মতো উপজেলা পরিষদে উপনির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রথম দিকে এসব নির্বাচন করতে চাইলেও যেহেতু সামনেই সাধারণ নির্বাচন রয়েছে, তাই এখন আর এসব উপনির্বাচন করতে চাচ্ছে না কমিশন। এখনও কমিশন সভার কোনও সিদ্ধান্ত আসেনি। দুই নির্বাচন কমিশনারকে উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে দায়িত্ব্ দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে সবকিছু গোছানো হলে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। 

মেয়রের মৃত্যুতে গত ১৩ ডিসেম্বর থেকে পদটি শূন্য রয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের। এই আসনের মেয়র পদে উপনির্বাচনের বিষয়ে কমিশন থেকে এখনও কোনও সিদ্ধান্তে আসেনি বলে জানিয়েছেন অশোক কুমার দেবনাথ। আইন অনুযায়ী আগামী ১১ মার্চের মধ্যে এই সিটিতে উপনির্বাচন করতে হবে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
‘সরকারের অতি সুবিধাভোগীদের’ ইজ্জত রক্ষা করতে বললেন ইসি রাশেদা
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী