X
রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ১৬:৪৫আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৬:৫৮

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল, আলু, চামড়াজাত ও পাটজাত পণ্য আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান।

বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই করতে যৌথভাবে খসড়া সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সচিব বলেন, এখনও চুক্তি হয়নি। এখন আলোচনা শুরু হবে। আগামী তিন বছরের মধ্যে চুক্তি সম্পন্ন করতে পারলে ভালো। যদি না হয় আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। আলোচনা শেষ না হলে ততদিন যেন আমাদের এলডিসি হিসেবে এ সুবিধাগুলো দেয় তার জন্য বলবো।

তপন কান্তি বলেন, আমাদের প্রধান রফতানি পণ্যের মধ্যে তৈরি পোশাক পণ্যের বাইরেও আরও কিছু পণ্য আছে। রাষ্ট্রদূতের সঙ্গে যখন আলাপ করছিলাম তিনি জানিয়েছেন আমের অনেক সম্ভাবনা আছে। পাটজাত পণ্যের অনেক সম্ভাবনা আছে। তারপর হস্তশিল্পের বিষয় আছে।

তিনি বলেন, এর বাইরে আরও পণ্য আছে। আমরা এরই মধ্যে চামড়া রফতানি করছি। আমরা মানসম্পন্ন চামড়াজাত পণ্য রফতানি করতে পারি। চীনে ১৪০ কোটি মানুষ। সেখানে যদি আমরা বৈচিত্র্যময় পণ্য নিয়ে যেতে পারি তবে সেটা হতে পারে বিশাল বাজার। চুক্তি হয়ে গেলে বিনিয়োগ বাড়ারও সম্ভাবনা রয়েছে।

তপন কান্তি ঘোষ আরও বলেন, আমরা প্রধানত তৈরি পোশাক রফতানি করি। ২০২২-২৩ অর্থবছরে আমরা চীনে ৬৭৭ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছি। বিপরীতে চীন থেকে ২২ দশমিক ৯০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে চীনের বড় বিনিয়োগ রয়েছে। এখন চীন বাংলাদেশে দ্বিতীয় বৃহৎ বিনিয়োগকারী দেশ। এফটিএ সই হওয়ার পর বিনিয়োগ আরও বাড়বে।  বাংলাদেশ চীনে আম, কাঁঠাল, আলু, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য রফতানি করতে পারে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
গম আমদানিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই
মস্তিষ্ক গবেষণায় চীনা বিজ্ঞানীদের সাফল্য
অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করতে আগ্রহী বেইজিং: চীনা প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রাজনৈতিক দলের মতভিন্নতায় হতাশার কিছু নাই: মির্জা ফখরুল
রাজনৈতিক দলের মতভিন্নতায় হতাশার কিছু নাই: মির্জা ফখরুল
ডানা কাপে অংশ নিতে স্কলাসটিকা ফুটবল টিমের ডেনমার্ক যাত্রা
ডানা কাপে অংশ নিতে স্কলাসটিকা ফুটবল টিমের ডেনমার্ক যাত্রা
সাবেক মেয়র আতিকসহ ১০ জনের বিরুদ্ধে ২ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
সাবেক মেয়র আতিকসহ ১০ জনের বিরুদ্ধে ২ মাসে তদন্ত শেষ করার নির্দেশ
কারাগারে ইনুর কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ, যা বললেন চিফ প্রসিকিউটর
কারাগারে ইনুর কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ, যা বললেন চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি
কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি
এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেলে তল্লাশি
এনসিপি নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেলে তল্লাশি
৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি: এ কে আজাদ
৪০ বছরের ব্যবসায় এমন সংকট দেখিনি: এ কে আজাদ
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির
বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে গেলেন জামায়াতের আমির