X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৪, ০৭:৩০আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৬:৫২

এক মাস সিয়াম সাধনার পর আজ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। উৎসব আর আনন্দের আমেজ সবখানে। দিনের শুরু হয়েছে ঈদের জামাতের মাধ্যমে। রাজধানী ঢাকায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয় এই মসজিদে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

তবে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয় জাতীয় ঈদগাহে। একই সঙ্গে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। ইমামতি করেন হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, মুকাব্বির ছিলেন কারি মো. ইসহাক মুয়াজ্জিন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ইমামতি করেন হাফেজ মাওলানা মো. এহসানুল হক, মুকাব্বির ছিলেন হাফেজ মো. আতাউর রহমান। তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম, মুকাব্বির ছিলেন মো. আব্দুল হাদী। চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। ইমামতি করেন ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুকাব্বির ছিলেন মো. জসিম উদ্দিন। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করেন হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন, মুকাব্বির ছিলেন মো. রুহুল আমিন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

এছাড়া রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সোয়া ৭টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনটি জামাত যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও পৌনে ৯টায় অনুষ্ঠিত হয়। দারুস সালাম মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সকাল ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

পুরান ঢাকার লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল ৭টায়, লক্ষ্মীবাজার নুরানি জামে মসজিদে সকাল পৌনে ৮টা ও সকাল সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। খিলগাঁও চৌধুরীপাড়া পল্লীমা সংসদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

এছাড়াও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত হয় সকাল ১০টায়। সিলেটের শাহী ঈদগাহে জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে এবার ঈদের তিনটি জামাত হয়। এর মধ্যে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায় এবং সর্বশেষ জামাত হয় সাড়ে ৮টায়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দার আটক
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!