X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
দোয়া মাহফিলে সেলিম ওসমান

মা-ভাইয়ের স্বপ্ন ধারণ করে না. গঞ্জকে গড়ে তুলব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০১৬, ০৬:৫০আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৬:৪১



নাগিনা জোহার শোক সভায় বক্তব্য রাখছেন সেলিম ওসমানসহ অন্যরা মায়ের আদর্শ ও বড় ভাইয়ের স্বপ্নকে ধারণ করে যতোদিন দুনিয়াতে আছি ততোদিন মানব কল্যাণে কাজ করে যেতে চাই। প্রয়াত বড় ভাই নাসিম ওসমানের ইন্তেকালের পর মায়ের নির্দেশে তার স্থানে নারায়ণগঞ্জের মানুষের গোলামি করতে নেমেছি। আজ  ভাই ও মা দু’জনেই নেই। সদ্য প্রয়াত মায়ের  নির্দেশ ও বড় ভাইয়ের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে না পারলে হয়তো আমাকে জাহান্নামে জ্বলতে হবে। আমি তা চাই না। তাই যে করেই হোক, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব। নারায়ণগঞ্জকে আধুনিক করে গড়ে তুলব।
প্রচণ্ড আবেগাপ্লুত হয়ে কথাগুলো বললেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএম সেলিম ওসমান।
বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের যৌথ উদ্যোগে বুধবার ৯ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা হলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি মা নাগিনা জোহার স্মৃতিচারণ করেন। মা হারানোর যন্ত্রণায় ছলছল করে উঠে তার দু’চোখ।
এসময় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক,পরিচালক আবু আহমেদ,জামাল পাশা, মোর্শেদ সারোয়ার,সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, অর্থ সম্পাদক জিএম ফারুখ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা,নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেন,মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম,জেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি শংকর সাহা, আলীরটেক ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রমুখ।
ব্যবসায়ীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেলিম ওসমান বলেন,বাংলাদেশের বহু স্থানে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ থাকে,তবে আল্লাহর রহমতে আমরা নারায়ণগঞ্জের ৪২টি সংগঠন দীর্ঘদিন ধরে একত্রে কাজ করে আসছি।
তিনি আরো বলেন,‘বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। আর সারাদেশ নারায়ণগঞ্জের প্রশংসা করছে।
আলোচনার এক পর্যায়ে সিটি কর্পোরোশনের ১৭টি ওয়ার্ডের উন্নয়ন কাজের জন্যে ২৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন তিনি।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী বলেন, যার মা নেই সেই বুঝতে পারেন মায়ের বেদনা। ঠিক তেমনিভাবে আজ  সেলিম ওসমান তা উপলব্ধি করতে পারছেন। আমরা সকলেই ভাষা সৈনিক নাগিনা জোহার জন্য দোয়া করবো।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, আমার জীবনে চলার পথে নাগিনা জোহার আদর ও শাসন উভয় পেয়েছি।তার আদর্শ আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে।

 

এসএএম/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম