X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

সংস্কার ও পাচার হওয়া অর্থ ফেরতে সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫

বাংলাদেশ পুনর্গঠনে ওয়াশিংটন সহায়তা করবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার  কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া কোটি কোটি টাকা ফেরত আনার ক্ষেত্রেও তারা সহায়তা করবেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অ্যান্টনি ব্লিঙ্কেন এই আশ্বাস দেন। 

রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রমবিষয়ক সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দফতরের নির্ধারিত সভাস্থলে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

প্রধান উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। এ সময় ব্লিঙ্কেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে দৃঢ় সংকল্প নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসকে সাধুবাদ জানান তিনি। 

তিনি আরও বলেন, অধ্যাপক ইউনূসের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অপরিসীম’ শ্রদ্ধা রয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রায় আধা ঘণ্টার বৈঠকে বাংলাদেশে কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে তিনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডলে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যান্টনি ব্লিঙ্কেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করার প্রসঙ্গটি আলোচনায় এসেছে।

/আরআইজে/এফএস/
সম্পর্কিত
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
‘এক ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ না হলে, মার্চ টু যমুনা’
নেতানিয়াহু-ট্রাম্পের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, দাবি ইসরায়েলি সংবাদমাধ্যমের
সর্বশেষ খবর
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
এল ক্লাসিকো: এই বিষয়গুলো কি জানা আছে?
এল ক্লাসিকো: এই বিষয়গুলো কি জানা আছে?
ক্রীড়াঙ্গনে সার্চ কমিটির মেয়াদ আর বাড়ছে না
ক্রীড়াঙ্গনে সার্চ কমিটির মেয়াদ আর বাড়ছে না
‘এক ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ না হলে, মার্চ টু যমুনা’
‘এক ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ না হলে, মার্চ টু যমুনা’
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু