আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, যা কিছু ঘটছে সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার প্রতি অসীম শ্রদ্ধাবোধের কারণে ঘটছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকরা জানতে চান, সরকারের ছয় মাস পার হওয়ার পর স্বৈরাচারের লোকজন বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, বিভিন্ন হুনকি-ধামকি দিচ্ছে। রাজনৈতিক দলের অনৈক্যের কারণে নাকি সরকারের দুর্বলতার কারণে এসব হচ্ছে?
এর আগে আসিফ নজরুল বলেন, ‘সংস্কার কমিশনের প্রতিবেদনে আশু করণীয় বিষয়ে বলা আছে। সেগুলোর অনেক বিষয় আমরা ইতোমধ্যে করে ফেলেছি। বাকিগুলো কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে করে ফেলতে পারবো। আর কিছু কিছু বিষয় আছে, যেগুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমতের প্রয়োজন আছে।’
উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা এগুলোর আশু করণীয় বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে হবে।’ আশু করণীয় বিষয়গুলোর মধ্যে ৫০ শতাংশই আগামী এক মাসের মধ্যে করে ফেলা সম্ভব বলেও মনে করেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল জানান, এ মাসের মাঝামাঝি সময় থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। প্রয়োজন হলে রোজার মাসেও এই আলোচনা চলমান থাকবে।