X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

প্রশাসনের মাধ্যমেই অবিশ্বাস্য তিনটি ভুয়া নির্বাচন হয়েছে: আসিফ নজরুল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৭

সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘আমাদের প্রশাসনের মাধ্যমেই অতীতে অবিশ্বাস্য তিনটি ভুয়া নির্বাচনসহ নানা অপকর্ম হয়েছে। কিন্তু জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা ভুলে গেলে চলবে না।’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে নৈশভোজে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

১৯৯১ সালের নির্বাচন সুষ্ঠু ছিল, পরবর্তী নির্বাচন ছিল প্রহসন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘আমি নবম বিসিএসের একজন ম্যাজিস্ট্রেট ছিলাম। ১৯৯১ সালের নির্বাচনে মাঠপর্যায়ে কাজ করেছি, যা ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু নির্বাচন। কিন্তু পরবর্তী সময়ে বেশ কয়েকটি তামাশার নির্বাচন দেখেছি।’

তিনি বলেন, “আমাদের প্রশাসনের মাধ্যমেই অবিশ্বাস্য তিনটি ভুয়া নির্বাচন হয়েছে। একবার ১৫৩টি আসনে ভোটের আগেই ‘নির্বাচন’ হয়েছে, আরেকবার আগের রাতে ভোট হয়েছে এবং একবার নিজেরা নিজেরাই নির্বাচন করেছে। এসব ইতিহাসে নজিরবিহীন। এগুলো ছিল গণতন্ত্রের সঙ্গে প্রতারণার শামিল।”

গণঅভ্যুত্থান ও ছাত্রদের আত্মত্যাগের কথা স্মরণ করে আইন উপদেষ্টা বলেন, ‘আমরা সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের কিছু ভিডিও ফুটেজ দেখেছি। কিন্তু এর বাইরেও অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে, যা অনেকে জানেন না। কিন্তু এর চেয়ে অনেক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছাত্ররা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করেছে। আমরা যেন তাদের আত্মত্যাগ ভুলে না যাই।’

তিনি বলেন, “আপনারা আশিফের একটি ধারণকৃত ভিডিও বার্তা দেখেছেন, সেটির শেষ অংশে বলা ছিল- ‘আমরা যদি মারা যাই, আপনারা আন্দোলন থামাবেন না।’ এই ছাত্রদের আত্মত্যাগের মর্যাদা দিতে আমাদের অবশ্যই কিছু করতে হবে। এটি আমাদের জন্য বড় শিক্ষা।”

জেলা প্রশাসকদের প্রতি দায়িত্ববোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যারা জেলা প্রশাসক (ডিসি) আছেন, আপনাদের ওপর বড় দায়িত্ব রয়েছে। সংবিধান অনুযায়ী আপনারা জনগণের সেবক। কিন্তু অনেক সময় সরকারি কর্মকর্তারা নিজেদের জনগণের মালিক মনে করেন। এটি পরিবর্তন করতে হবে।’

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে কিছু সংস্কার কমিশন গঠিত হয়েছে। সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাব এসেছে। স্যার সবসময় বলেন— ছাত্রদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে দেশের সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করতে হবে। ছাত্রদের জন্য, দেশের সংস্কার করতে হবে। আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আপনাদেরও এই পরিবর্তনের অংশ হতে হবে।’

আসিফ নজরুল তার বক্তব্যে প্রশাসনের কাছে জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা ও গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা জনগণের প্রতি দায়বদ্ধতা, সুষ্ঠু নির্বাচন ও ছাত্রদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করবেন। আপনারা জনগণের টাকায় বেতন পান, তাই জনগণের সেবা করাই আপনাদের প্রধান দায়িত্ব।’

/এবি/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিচারকাজে বিড়ম্বনা, সময় ও খরচ কমানোই প্রধান লক্ষ্য: আইন উপদেষ্টা
বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন: আইন উপদেষ্টা
আইন উপদেষ্টার বাসায় পড়ে থাকা ড্রোনের বিষয়ে যা জানা গেলো
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন