X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

প্রশাসন এবং সরকারের কাছে জনগণ নিরপেক্ষতা প্রত্যাশা করে: উপদেষ্টা নাহিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৬

রাজনৈতিক দল, রাষ্ট্র এবং সরকার—‘বিগত ফ্যাসিজমের সময়’ সব একাকার হয়ে গেছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘এই কনসেপ্টটা আমাদের আলাদা করতে হবে। প্রশাসন ক্যাডারের লোকেরা, সরকারের লোকেরা; রাষ্ট্রের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। সেই নিরপেক্ষতা, সেই সততা, সেই পেশাদারত্ব—বাংলাদেশের জনগণ তাদের কাছে প্রত্যাশা করে। আমরা সেই ধরনের মর্যাদাবান এবং ব্যক্তিত্ববান অফিসার বাংলাদেশে দেখতে চাই।’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন’ আয়োজিত বার্ষিক সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে প্রধানতম একটি আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ এবং পাশাপাশি মেধাভিত্তিক এবং দুর্নীতিহীন প্রশাসন। সেই মেধাবৃত্তিক এবং দুর্নীতিহীন প্রশাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তারপর মনে করি, এই যাত্রাটা কেবল শুরু হয়েছে। আমাদের এই যাত্রাটা অব্যাহত থাকবে এবং সে অব্যাহত যাত্রার সঙ্গে আমরা সবাইকে সাথে চাচ্ছি।’

জুলাই-আগস্ট আন্দোলনে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নেতিবাচক ভূমিকা ছিল উল্লেখ করে আন্দোলনের অন্যতম এই নেতা বলেন, ‘এই ঘটনা আমাদের অজানা নয়। আমরা দেখেছি ২০১৮ সালের নির্বাচনে মাঠ পর্যায়ে ইউএনও-ডিসিরা কীভাবে ভোট ডাকাতিতে সহযোগিতা করেছেন। আমরা চাই সামনের বাংলাদেশ এ ধরনের কোনও পরিস্থিতি যেন তৈরি না হয়। প্রশাসনকে যেন সরকার কোনোভাবে দলীয়করণ করতে না পারে। প্রশাসনের জায়গা থেকেও তারা যেন এ ধরনের রাজনৈতিক এবং ন্যক্কারজনক কাজে অংশগ্রহণ না করে, সেই কমিটমেন্ট জাতির কাছে করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই এ দেশের সন্তান। আমাদের সবাইকে মিলে দেশকে রক্ষা করতে হবে। দেশের স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা রক্ষা করে এগিয়ে যেতে হবে। আমাদের কাছে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা হয়তো এখনও বাস্তবায়ন করতে পারিনি। তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের সেই সদিচ্ছা আছে। সেটা সবসময় প্রকাশ করে যেতে হবে এবং তার সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ আসবে নির্বাচনের সময়। কারণ বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি। বাংলাদেশের প্রশাসনও কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হয়, তা হয়তো ভুলে গেছে। ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ।’

/এএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলির বিষয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা
উপদেষ্টা শারমীন এস মুরশিদকিছু প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান
নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সেবা দিতে ডিসিদের কাজ করতে হবে: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন