X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

সব ক্যাটাগরির আহত ও নিহত পরিবারের সদস্যরা ভাতা পাবেন: প্রেস সচিব  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯

জুলাই আন্দোলনে সব ক্যাটাগরির আহত ও নিহত পরিবারের সদস্যরা ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে আহতদের তিনটি ক্যাটাগরি করা হয়েছিল সেখানে প্রথম দুইটি ক্যাটাগরির আহতদের মাসিক ভাতা দেওয়ার কথা থাকলেও এখন তিন ক্যাটাগরির আহতদেরই মাসিক ভাতার আওতায় আনা হয়েছে।

শফিকুল আলম বলেন, ‘আহতদের পাশে অন্তর্বর্তী সরকার দাঁড়িয়েছে। সেটা করার জন্য গত ছয় মাস অক্লান্ত পরিশ্রমে আহত ও শহীদের তালিকা করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা নিয়ে যে বিতর্ক সেটি এখনও ৫২ বছর ধরেই আছে। সেই জায়গায় আমাদের লক্ষ্য ছিল, যারা আহত হয়েছেন তাদের নাম-পরিচয় সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করা। এটার জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে সবাইকে নিয়োজিত করা হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের জন্য অন্তর্বর্তী সরকার কিছু আর্থিক সহায়তার কথা জানিয়েছে। সেগুলো নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি আরেকটি মিটিং হয়। সেই মিটিংয়ের ফাইনাল সিদ্ধান্ত অনুযায়ী আহত ও শহীদ পরিবারের সবাই মাসিক ভাতা পাবেন।’   

তিনি জানান, নিহতদের পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

প্রেস সচিব বলেন, ‘শহীদদের পরিবার ৩০ লাখ টাকা পাবে। সেটা এককালীন। এই অর্থবছরে সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা পাবে। আগামী অর্থবছরে পাবে আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র। শহীদ পরিবারের সদস্যরা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন এবং ২০ হাজার টাকা ভাতা পাবেন প্রতি মাসে।’ 

আহতদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যাটাগরি এ-তে (অতি গুরুতর আহত) ৪৯৩ জন জুলাইযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। তারা চিকিৎসার পরও শারীরিক অসামর্থতার নিরিখে অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম। ক্যাটাগরি এ-তে এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া তারা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। তাছাড়া উপযুক্ত মেডিক্যাল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন, পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন।’ 

ক্যাটাগরি বি প্রসঙ্গে তিনি জানান, গুরুতর আহত ক্যাটাগরি বি-তে ৯০৮ জন জুলাইযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। তারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবেন বলে প্রতীয়মান। এই ক্যাটাগরিতে এককালীন ৩ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে নগদ (বাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া মাসিক ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে, কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি বা আধাসরকারী কর্মসংস্থান প্রাপ্য হবেন, পরিচয়পত্র পাবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন। 

প্রেস সচিব বলেন, আহত ক্যাটাগরি সি-তে ১০ হাজার ৬৪৮ জন জুলাইযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছে। তারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ। তারা এককালীন ১ লাখ টাকা পাবেন এবং মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া পুনর্বাসন সুবিধা প্রাপ্ত হবেন, পরিচয়পত্র পাবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন।

মাসিক ভাতা মার্চ থেকেই দেওয়া শুরু করতে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজদা মজুমদার।

/এসও/আরকে/
সম্পর্কিত
গণমাধ্যমকে ‘মব হুমকি’, যা বললেন প্রেস সচিব
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন: প্রেস সচিব
সর্বশেষ খবর
গাজা আলোচনা নিয়ে কাতারকে ‘উভয়পক্ষের সঙ্গে খেলা বন্ধের’ আহ্বান জানাল ইসরায়েল
গাজা আলোচনা নিয়ে কাতারকে ‘উভয়পক্ষের সঙ্গে খেলা বন্ধের’ আহ্বান জানাল ইসরায়েল
বিনিয়োগের জন্য রাশিয়ার যথেষ্ট আগ্রহ রয়েছে: আমির খসরু
মির্জা ফখরুলের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎবিনিয়োগের জন্য রাশিয়ার যথেষ্ট আগ্রহ রয়েছে: আমির খসরু
ভালো কাজ করতে সব দেশেই ধক লাগে: মহসিনা
ভালো কাজ করতে সব দেশেই ধক লাগে: মহসিনা
তোফাজ্জল হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন পেছালো
তোফাজ্জল হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন পেছালো
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!