X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‘চীনের রাজনৈতিক বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৫, ১৭:২৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৩

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময়ে ওই দেশের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশের জন্য অনেক আন্তরিক ছিলেন এবং এই রাজনৈতিক বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

রবিবার (১৩ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘চীন-বাংলাদেশ সম্পর্ক পুনর্মূল্যায়ন: প্রধান উপদেষ্টার যুগান্তকারী সফর’ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

খলিলুর রহমান বলেন, ‘আমি এটাকে বেশ কিছু কারণে অগ্রগতি বলছি। একটি হলো, চীনের রাষ্ট্রপতি আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তার স্বাভাবিক আচরণের বাইরে গিয়েছিলেন এবং এই রাজনৈতিক বিনিয়োগ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে একটি। আমাদের এটি অত্যন্ত যত্নসহ পরিচালনা করতে হবে।’

তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে চীনের বাণিজ্যমন্ত্রী ২০০টি কোম্পানি নিয়ে ঢাকা আসবেন। আমার বন্ধু চীনের রাষ্ট্রদূত আমাকে বলেছেন যে এটি আরও অনেক হবে। তাই আমাদের প্রত্যাশা বাড়ছে। আমাদের জনসংখ্যার অর্ধেক তরুণ। আগামী দিনে তাদের ব্যাপক কর্মসংস্থানের প্রয়োজন হবে।’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘সফরের কিছু দিক আছে যা বলা হয়েছে, যা লেখা হয়েছে। কিন্তু কিছু দিক আছে বলা হয়নি, যেমন শারীরিক ভাষা, অঙ্গভঙ্গি। এটি আপনাকে বলে দেবে কতটা ভালো হয়েছে বা আমরা ভালো করিনি। রাষ্ট্রপতি শি জিনপিং হলরুমে নেমে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন, যা তিনি সাধারণত করেন না। তারপর তিনি সম্মেলনের একটি গ্রুপ ছবি তুললেন, যা সাধারণত করা হয় না। তিনি তার ভাইস প্রেসিডেন্টকে উপদেষ্টার জন্য একটি ভোজসভার আয়োজন করতে বলেন, যা খুবই বিরল। বৈঠকের সময় তিনি সত্যিই বিনীত ছিলেন।’

ভারত ও চীন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘ভারত ও চীনের মধ্যে সম্পর্ককে আমরা জিরো সাম বা পারস্পরিক একচেটিয়া বলে মনে করি না।’

তিনি বলেন, ‘এমনকি চীনা রাষ্ট্রপতিও বলেছেন যে দক্ষিণ এশিয়া এবং এশিয়ার স্থিতিশীলতা এবং শান্তির জন্য, ড্রাগন এবং হাতিকে একসঙ্গে কাজ করতে হবে। এটি একটি খুব ভালো জিনিস। আমাদের একে অপরের সাফল্যে আনন্দ করা উচিত এবং একে অপরকে সমস্যায় সাহায্য করা উচিত। তাই, যেমনটি আমি বলেছি, এগুলো পারস্পরিক একচেটিয়া নয়। আমরা উভয় সম্পর্ককে খুব দৃঢ়ভাবে অনুসরণ করি। এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সম্পর্ক।’

শুল্ক পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে বাংলাদেশ এখন সুবিধা নেবে না।

খলিলুর রহমান বলেন, ‘যখন পরিস্থিতি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে, তখন আমরা সুবিধা নিতে পারি না। তাই জিনিসগুলো স্বাভাবিক করতে হবে। আমাদের দেখতে হবে পরিস্থিতি কোথায় যাচ্ছে। আপনারা বাজার দেখতে পাচ্ছেন এবং বিশ্ব অনিয়মিতভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। তাই আমাদের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং তারপর দেখতে হবে কীভাবে আমরা পদক্ষেপ নিতে পারি। আমাদের ধৈর্য ধরতে হবে।’

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ চীনের
বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার
সর্বশেষ খবর
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি মেন ফাউন্ডেশনের
নারী সংস্কার কমিশন বাতিলের দাবি মেন ফাউন্ডেশনের
এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন: প্রেস সচিব
এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন: প্রেস সচিব
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়াসহ ১১ দাবি
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ দেওয়াসহ ১১ দাবি
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১২৫৫
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১২৫৫
সর্বাধিক পঠিত
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন