২০১৮ সালের চাকরি আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের নিন্দা এ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারি সংযুক্ত পরিষদ।
বুধবার (২১ মে) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংযুক্ত পরিষদ জানিয়েছে, "গভীর উদ্বেগ ও শোকের সঙ্গে লক্ষ্য করছি যে সরকার খুব দ্রুত কিছু আইন সংশোধন করতে যাচ্ছে"!
ছুটি ছাড়া অনুপস্থিতিতে সরকারি কর্মচারীদের চাকুরিচ্যুত করা যাবে। এমন কঠোর বিধান রেখে ২০১৮ সরকারি কর্মচারী আইন সংশোধন করা হচ্ছে বিধায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব জনাব নিজাম উদ্দিন আহমেদ।