X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দশম সংসদ অধিবেশন বসছে রবিবার: চলতে পারে এক সপ্তাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ১৯:২০আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৯:২৪

জাতীয় সংসদ ভবন দশম জাতীয় সংসদের দশম অধিবেশন রবিবার বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এই অধিবেশন শুরু হবে। এর আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ করা হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহ খানেক চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতা বলে গত ৩০ মার্চ দশম সংসদের দশম অধিবেশন আহ্‌বান করেন। গত ২৯ ফেব্রুয়ারি দশম জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়।
অধিবেশনের প্রথম দিনে সভাপতিমণ্ডলি মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ ও প্রশ্ন-উত্তর ছাড়াও একটি রিপোর্ট উপস্থাপন ও দুটি বিল উত্থাপিত হবে। দিনের কার্যসূচিতে দেখা গেছে, প্রথম দিনে সড়ক ও সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের প্রশ্ন-উত্তর পর্ব রয়েছে। এছাড়া, সংসদ কার্যে সরকারের কর্ম কমিশন সচিবালয়ের দয়িত্বপ্রাপ্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিবেদন ২০১৫ উপস্থাপন করবেন।

আরও পড়তে পারেন: কাজী রকিবউদ্দিন আহমদ  আগের দুই ধাপের তুলনায় তৃতীয় ধাপের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

এছাড়া, সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৬ ও বাংলাদেশ ইপিজেড শ্রম বিল ২০১৬ উত্থাপন করবেন।

জাতীয় সংসদের আইন শাখা সূত্র জানায়, দশম অধিবেশনের জন্য এখন পর্যন্ত ৩০টি বিল তালিকাভুক্ত হয়েছে। এরমধ্যে কমিটিতে বিবেচনাধীন ১৭টি, উত্থাপনের অপেক্ষায় ৮টি এবং পাসের জন্য রাখা হয়েছে ৫টি বিল।

জানা গেছে প্রথম দিনের দুটি বিল ছাড়াও এ অধিবেশনে আরও ৬টি বিল উত্থাপন হতে পারে বিলগুলো হলো: নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১৬, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল, ২০১৬, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল-২০১৬, ও ‍পাট বিল-২০১৬, চা বিল-২০১৬।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ