X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আবারও আইএসকে আলোচনায় আনলেন বার্নিকাট

জামাল উদ্দিন
২৭ এপ্রিল ২০১৬, ২৩:০৭আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:৩০

মার্শা বার্নিকাট বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস আছে দাবি করে আবারও বিষয়টি আলোচনায় আনলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তার দাবি নাকচ করে ‘এসব দেশীয় সন্ত্রাসীদের কাজ’ বলে উল্লেখ করেছেন।
বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে এক বৈঠকে বার্নিকাট দাবি করেন, বাংলাদেশে আইএস আছে। তারাই ব্লগার, লেখক ও শিক্ষকসহ ভিন্ন মতাদর্শের লোকদের হত্যা করছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশে আইএস নেই। এসব হত্যাকাণ্ডের পেছনে দেশীয় সন্ত্রাসীরা জড়িত, যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায়।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, ‘আন্দোলনের নামে যারা প্রকাশ্যে মানুষ হত্যা করেছে, তারাই গুপ্তহত্যার সঙ্গে জড়িত।’
বাংলাদেশে আইএসের (ইসলামিক স্টেট) কোনও তৎপরতা নেই, সরকারের এমন দাবির পর ‘দাবিক’ নামের ম্যাগাজিনে সম্প্রতি বাংলাদেশে আইএসের তৎপরতার বিষয়টি উল্লেখ করা হয়। ম্যাগাজিনটি জঙ্গি সংগঠন আইএসের মুখপত্র হিসেবে পরিচিত। দাবিক বলেছে, ভারত ও মিয়ানমারে আক্রমণ চালাতে বাংলাদেশের ভূমিকে ব্যবহারের পরিকল্পনা করছে আইএস। বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী, বিদেশি নাগরিক আর ব্লগার খুনের ধারাবাহিকতায় তারা দাবি করেছে, বাংলাদেশের স্থানীয় জিহাদিরা আইএসের প্রতি অনুগত এবং তাদের আইএসের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
দাবিক আরও জানায়, শেখ আবু ইব্রাহিম আল হানিফ নামের এক ব্যক্তি বাংলাদেশে আইএসের তৎপরতা পরিচালনা করছেন। বিষয়টি প্রকাশিত হওয়ার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, এমন কোনও তথ্য তাদের কাছে নেই।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে আইএস আছে কি নেই এমন বিতর্ক অবান্তর। এদেশে সশস্ত্র ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী আছে, এটা সত্য। পহেলা বৈশাখে রমনার বটমূলে বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাভাইদের নেতৃত্বে সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলো তাদের অবস্থান জানান দিয়েছে।’

নূর খান বলেন, ‘আইএস আছে কি নেই এমন বিতর্কের কারণে মূল ঘাতকরা পার পেয়ে যাচ্ছে। অতীতে অনেক জজ মিয়ার নাটক হয়েছে। আর এমন নাটক না করে সত্য উদঘাটন করাই রাষ্ট্রের দায়িত্ব। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও রাষ্ট্রের।’ সত্য উদঘাটনের মধ্য দিয়ে ধর্মান্ধ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য তিনি রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের প্রতি আহবান জানান।

বাংলাদেশে আইএস আছে কি নেই, এ বিতর্কের বিষয়ে ভাষানী বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম বলেন, ‘বিগত সময়ে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর সঠিক তদন্ত ও বিচার না হওয়ায় এমন বিতর্ক আসছে। অতীতে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার হলে এমন দাবি কেউ করতে পারতেন না।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে অস্থিতিশীল ও অস্থির অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে যে কোনও জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী সুযোগ নিতে পারে। ব্লগার, লেখক, প্রকাশক ও শিক্ষকসহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে এগুলো বন্ধ করা গেলেই মানুষ মনে করবে দেশে আইএস নেই। না পারলে মানুষ ভাববে দেশে আইএস আছে।’

মার্শা বার্নিকাটের দাবি, বাংলাদেশে আইএস থাকলেও সরকার তা বিশ্বাস করছে না।

আরও পড়ুন: বাংলাদেশে আইএস আছে: বার্নিকাট

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বার্নিকাটকে বলেন, ‘দেশীয় সন্ত্রাসী গোষ্ঠী আনসারুল্লাহ, জেএমবি, আনসার আল ইসলামসহ বিভিন্ন জঙ্গি সংগঠন বিভিন্ন নামে ও কৌশলে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তাদের দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।’

বুধবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বার্নিকাট। ওই বৈঠকে গত ১৫ মাসে ব্লগার, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশি ও শিক্ষকসহ ৩১টি হত্যাকাণ্ডের তালিকা তিনি মন্ত্রীর হাতে তুলে দেন। তখন মন্ত্রী তাকে জানান, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। যারা এদেশের বিভিন্ন রাজনৈতিক ও জঙ্গি সংগঠনের সদস্য। এসব হত্যাকাণ্ডে যারা গ্রেফতার হয়েছেন তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তাদের কেউই আইএসের সঙ্গে জড়িত নয়। আইএসের নাম ভাঙিয়ে তারা এসব কাজ করে যাচ্ছে। যারা এসব করছে তারা সবারই শত্রু। ইতালির নাগরিক তাভেল্লা সিজার এবং রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিও হত্যার চার্জশিট কিছু দিনের মধ্যেই দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তথ্য বিনিময় হয়। সেটা আরও ব্যাপক আকারে করা হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি মনিটরিং সেল খোলা হবে। যে সেল ২৪ ঘণ্টা এসব বিষয় তদারকি করবে।’

মন্ত্রী বলেন, ‘আমি বার্নিকাটকে বলেছেন, আসুন আমরা একসঙ্গে এসব সন্ত্রাসীদের মোকাবেলা করি। আপনাদের কাছে কোনও তথ্য থাকলে আমাদের দিন, আমরাও আপনাদের তথ্য দেবো।’

আরও পড়ুন: জুলহাজ-তনয় হত্যার তদন্ত ডিবিতে হস্তান্তর

বার্নিকাটের দেওয়া তালিকার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘এসব হত্যাকাণ্ড দেশীয় সন্ত্রাসী ও জঙ্গিদের কাজ, এটা সত্য। তবে ঘটনার পর তারা ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার জন্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ও আল কায়েদার নাম ব্যবহার করে। এসব হামলায় নিহত হয়েছেন ৩৫ জন। আহত হয়েছেন শতাধিক। ১৫টি ঘটনায় আইএসের নামে দায় স্বীকার করা হয়। অন্য ঘটনাগুলোর দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম ও আনসার আল ইসলাম। সর্বশেষ সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যা করে দুর্বৃত্তরা। এ জোড়া হত্যাকাণ্ডের জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম দায় স্বীকার করে বিবৃতি দেয়।’

চলতি মাসের ৬ এপ্রিল পুরান ঢাকার সুত্রাপুরে প্রকাশ্যে নাজিম উদ্দিনকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি জগন্নাথ কলেজের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলেন। গত ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে খুন করে দুর্বৃত্তরা। একইদিন একই সময়ে রাজধানীর লালমাটিয়ায় আরেক প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এছাড়া ব্লগার ও লেখক অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় হত্যাকাণ্ডের পর আনসারুল্লাহ বাংলা টিম ও আনসার আল ইসলাম দায় স্বীকার করে বিবৃতি দেয়।

গত বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সিজার এবং রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিওকে হত্যার পরপর আইএসের নামে দায় স্বীকার করা হয়। সাইট ইন্টেলিজেন্স নামের একটি ওয়েবসাইট থেকে আইএসের দায় স্বীকারের বিষয়টি প্রকাশ করা হয়।

আরও পড়ুন: কিলিং মিশনের তরুণরা কারা

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ