X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে বেকায়দায় এমপি মনিরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ০০:১১আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:২৪

জাতীয় সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করতে গিয়ে সংসদ অধিবেশনে বেকায়দায় পড়লেন সরকারি দলের সংসদ সদস্য মনিরুল ইসলাম। বুধবার সংসদে নির্ধারিত প্রশ্ন-উত্তর পর্বে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে এ ঘটনা ঘটে। যশোর-২ আসনের সরকার দলের সংসদ সদস্য মনিরুল ইসলাম  প্রায় ২০ বছর আগে ইসলামিক ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানের ঘটনা নিয়ে বক্তব্য দিতে যাচ্ছিলেন।
পরে প্রধানমন্ত্রীর আহ্বানে অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ওই বক্তব্য এক্সপাঞ্জ করেন। মনিরুলের মাইকও বন্ধ করেন তিনি।
সম্পূরক প্রশ্নের জন্য ফ্লোর পেয়েই মনিরুল ইসলাম প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হন, তখন আমাদের দেশে মহামান্য রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ। ১৯৯৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি। সেই অনুষ্ঠানে ধর্মসচিব সূচনা বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেন। এ সময় দর্শক সারি থেকে জুতা নিক্ষেপ করা হয়েছিল মঞ্চের দিকে। এ সময় রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ ও পিজিআর সদস্যরা তাকে ধরে ফেলেন। ধরা পড়ার পর ওই ব্যক্তি স্বীকার করে কেন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা হলো, এ কারণে তিনি এ কাজটি করেছেন। যে বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, সেই বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হলে সেদিন বিএনপি-জামায়াত জুতা নিক্ষেপ করেছিল।

মনিরুলের পাশের আসনে বসা পংকজ নাথ কয়েকবারই ইশারা করে মনিরুল ইসলামকে লম্বা বক্তব্য না দিয়ে প্রশ্ন করার জন্য বললেও সেই কথা শুনেননি তিনি।

আরও পড়তে পারেন:  নিহত জুলহাজ মান্নান ও মাহবুব তনয় অপ্রস্তুত’ পাঁচ পুলিশের সামনে পাঁচ ‘পোলাপান’ খুনি!

বক্তব্য শেষ না হতেই ডেপুটি স্পিকার কড়া গলায় মনিরুলের উদ্দেশে বলেন, মাননীয় সদস্য আপনি বসুন। একই সঙ্গে তিনি ওই সংসদ সদস্যের মাইক বন্ধ করে দেন।

এ সময় প্রধানমন্ত্রী তার আসনে দাঁড়িয়ে বলেন, মাননীয় স্পিকার আমি জানি না, মাননীয় সংসদ সদস্য ঠিক কোন ঘটনাকে উল্লেখ করতে চাচ্ছেন। মসজিদের ভেতরে তো কেউ জুতা নিয়ে ঢোকে না। কাজেই উনি এই কথাগুলো কিভাবে বললেন, আমার ঠিক জানা নেই। অনেকে প্রতিবাদ করতে পারেন। তাই আমার মনে হয়, উনার এই কথাগুলো এক্সপাঞ্জ করে দেওয়ায় ভালো।

এরপর ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্য মনিরুল ইসলাম যে কথাগুলো বলেছেন, এটা কোনও সম্পূরক প্রশ্নের পর্যায়ে পড়ে না, এ কারণেই তার সম্পূর্ণ বক্তব্যকেই সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হলো।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ