X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চতুর্থ দফায় ইউপি নির্বাচন সম্পন্ন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ মে ২০১৬, ১৭:০৪আপডেট : ০৭ মে ২০১৬, ১৯:২৮

জাল ভোট, কেন্দ্র দখল, সশস্ত্র সহিংসতা, দুর্বৃত্তদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সংঘর্ষ, ভ্রাম্যমাণ আদালতের দণ্ড প্রদানসহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে সংঘর্ষের ঘটনায় কুমিল্লা ও ঠাকারগাঁওয়ে ২ জন নিহতসহ সারাদেশে প্রায় শতাধিক আহত হওয়ার খবর জানা যায়। দেশ জুড়ে  ৭০৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

ভোটারদের লাইন

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা প্রতিনিধির পাঠানো সংবাদ অনুযায়ী ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চালনায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তাপস চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  তাপস চান্দলা গ্রামের কানু চন্দ্র দাসের ছেলে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।  ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:  মেহের আফরোজ চুমকি এনজিও’র মাধ্যমে যেন জঙ্গিবাদের বিস্তার না ঘটে, লক্ষ্য রাখার আহ্বান চুমকির

পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী সুলতান আহমেদ ও রেজাউল করিমের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রেজাউলের সমর্থক  কুপিয়ে তাপসকে হত্যা করা হয়।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কারডাঙ্গা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মাহবুব হোসেন (১৭)। নিহত কিশোরের ঝিগরগাছা গ্রামের আব্দুল জব্বারের সন্তান। ভোটকেন্দ্রের চিকিৎসক আবুল কাশেম ওই কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।  

ফেনীতে গুলিবিদ্ধ ৯

ফেনী প্রতিনিধির পাঠানো সংবাদ অনুযায়ী ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ও মহামায়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর সঙ্গে বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে শুভপুরে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গুলিতে ৪ জন এবং সকাল ১০টার দিকে মহামায়া ইউনিয়নের উত্তর সতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন আহত হন।

লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো সংবাদ অনুযায়ী রায়পুরে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে প্রার্থীসহ ৫জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বামনী ইউনিয়নের উত্তর বামনী আল-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মেম্বার প্রার্থী জহিরুল আলম ও মুকুল পাটোয়ারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কুলিয়ারচরের রামদি ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থকদের প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারাকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে খালপাড়ার কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে। 

ভোট দিচ্ছেন ভোটার

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের গোপীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তের নাম মো. সোহাগ (২৫)।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীর হাট ইউনিয়নের যুগীর হাট মাদ্রাসা কেন্দ্রে শুক্রবার রাতেই ব্যালটে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ওই ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোবারক হোসেনসহ ৪জনকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

 

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক