X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পানামা পেপার্সে থাকা বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৭:০৯আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:১৬

পানামা পেপার্স

আলোচিত পানামা পেপার্সের নথিতে থাকা বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক। রবিবার অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে ।

বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন,বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে বলে আমাদের জানিয়েছে। দ্রুত তদন্ত শেষ করে কমিটির কাছে প্রতিবেদন উপস্থাপনের জন্য আমরা তাদের বলেছি। কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও তিনি জানান।

সম্প্রতি পানামা পেপার্স নিয়ে প্রকাশিত একটি তথ্যভাণ্ডারে অন্তত ১৮ বাংলাদেশির নাম পাওয়া যায়, যারা বিদেশি ঠিকানা ব্যবহার করে শেল কোম্পানির শেয়ার হোল্ডার হয়েছেন।

আরও পড়ুন:  পানামা পেপার্সে থাকা বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ চুরির ঘটনায় সুইফটকেই দায়ী করলো তদন্ত কমিটি

বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈদেশিক মুদ্রায় পরিচালিত অফশোর ব্যাংকিং -এর সার্বিক ঝুঁকি হ্রাস এবং তুলনামূলকভাবে মুক্ত ও সহজ অফশোর ব্যাংকিং সুবিধার সার্বিক সুফল নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান অফশোর ব্যাংকিং নীতিমালা সময়োপযোগী করার জন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করেছে বলে বৈঠকে জানানো হয়।

কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে  বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আব্দুল ওয়াদুদ, টিপু মুন্সি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আখতার জাহান  অংশ নেন।

চুরি যাওয়া ১৬ মিলিয়ন ডলার ফেরত আসছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়া আরও প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার ফেরতের আশ্বাস পাওয়া গেছে বলে কমিটিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে কমিটির সভাপতি জানান, চুরি হওয়া  ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার ইতোমধ্যে ফেরত পাওয়া গেছে এবং আরও প্রায় ১৬ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আশ্বাস পাওয়া গেছে।

 আরও পড়ুন:  পানামা পেপার্সে থাকা বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে একজোট হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো!

কমিটি চুরির জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে অর্থ ফেরত আনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জোর সুপারিশ করে।

এছাড়া এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়।

এবি ব্যাংককে তলব  করবে সংসদীয় কমিটি

বেসরকারি খাতের এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির কর্তৃপক্ষকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন,কমিটির পরবর্তী বৈঠকে এবি ব্যাংককে আমরা ডাকবো। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, অফশোর ইউনিট থেকে চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৩৪০ কোটি টাকা) বের করে নেওয়া হয়েছে। ঋণের অর্থ অন্য হিসাবে পাচার করা হয়েছে। এই অর্থ পাচার হয়েছে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে।

ইএইচএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
গুম সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ বর্ণনা
গুম সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ বর্ণনা
স্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল