X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পানামা পেপার্সে থাকা বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৭:০৯আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:১৬

পানামা পেপার্স

আলোচিত পানামা পেপার্সের নথিতে থাকা বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক। রবিবার অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে ।

বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন,বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে বলে আমাদের জানিয়েছে। দ্রুত তদন্ত শেষ করে কমিটির কাছে প্রতিবেদন উপস্থাপনের জন্য আমরা তাদের বলেছি। কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে বলেও তিনি জানান।

সম্প্রতি পানামা পেপার্স নিয়ে প্রকাশিত একটি তথ্যভাণ্ডারে অন্তত ১৮ বাংলাদেশির নাম পাওয়া যায়, যারা বিদেশি ঠিকানা ব্যবহার করে শেল কোম্পানির শেয়ার হোল্ডার হয়েছেন।

আরও পড়ুন:  পানামা পেপার্সে থাকা বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ চুরির ঘটনায় সুইফটকেই দায়ী করলো তদন্ত কমিটি

বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈদেশিক মুদ্রায় পরিচালিত অফশোর ব্যাংকিং -এর সার্বিক ঝুঁকি হ্রাস এবং তুলনামূলকভাবে মুক্ত ও সহজ অফশোর ব্যাংকিং সুবিধার সার্বিক সুফল নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান অফশোর ব্যাংকিং নীতিমালা সময়োপযোগী করার জন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোগ গ্রহণ করেছে বলে বৈঠকে জানানো হয়।

কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে  বৈঠকে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আব্দুল ওয়াদুদ, টিপু মুন্সি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আখতার জাহান  অংশ নেন।

চুরি যাওয়া ১৬ মিলিয়ন ডলার ফেরত আসছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়া আরও প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার ফেরতের আশ্বাস পাওয়া গেছে বলে কমিটিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে কমিটির সভাপতি জানান, চুরি হওয়া  ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার ইতোমধ্যে ফেরত পাওয়া গেছে এবং আরও প্রায় ১৬ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার আশ্বাস পাওয়া গেছে।

 আরও পড়ুন:  পানামা পেপার্সে থাকা বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে একজোট হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো!

কমিটি চুরির জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে অর্থ ফেরত আনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জোর সুপারিশ করে।

এছাড়া এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়।

এবি ব্যাংককে তলব  করবে সংসদীয় কমিটি

বেসরকারি খাতের এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির কর্তৃপক্ষকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন,কমিটির পরবর্তী বৈঠকে এবি ব্যাংককে আমরা ডাকবো। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, অফশোর ইউনিট থেকে চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৩৪০ কোটি টাকা) বের করে নেওয়া হয়েছে। ঋণের অর্থ অন্য হিসাবে পাচার করা হয়েছে। এই অর্থ পাচার হয়েছে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে।

ইএইচএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!