X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ট্যানারি শিল্প স্থানান্তরে বারবার তাগিদ দেওয়া হচ্ছে‍: সংসদে শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১২:৪৩আপডেট : ১৪ জুন ২০১৬, ১২:৪৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি মালিকদের কারখানা সাভারে স্থানান্তরের জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে বলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জাতীয় সংসদকে জানিয়েছেন।
জাসদের রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে মঙ্গলবার প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে কারখানা স্থানান্তরের অংশ হিসেবে ১৫৫টি শিল্প কারখানার মধ্যে ১৫৩টির লে-আউট প্ল্যান প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। লে-আউট অনুযায়ী ইতোমধ্যে ১৪৩টি প্রতিষ্ঠান তাদের নির্মাণ কাজ শুরু করেছে। হাইকোর্টের পর্যবেক্ষণের কারণে বাকি ১২টির নির্মাণ কাজ স্থগিত আছে।
চলতি বছরের মধ্যে চামড়া শিল্পনগরীর সার্বিক নির্মাণ কাজ শেষ করতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ মন্ত্রী জানান, গত ১৩ এপ্রিল ট্যানারি মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে নির্ধারিত সময়ে কারখানা স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া মালিকদের জরুরিভিত্তিতে কারখানা স্থানান্তরের জন্য লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।

বকেয়া বিদ্যুৎ বিল  প্রায় ৫ হাজার কোটি টাকা

সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে বিদ্যুত ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বর্তমান (ফেব্রুয়ারি ২০১৬) পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া বিদ্যুত বিল ৪ হাজার ৯২৬ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে ৪৮৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত খাতে ৩৮৫ কোটি ৯ লাখ ৩০ হাজার এবং বেসরকারি খাতে ৪ হাজার ৫৬ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা।

সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত অটো যানবাহন চালুর প্রথম দিকে অনিয়ন্ত্রিত চার্জিংয়ের জন্য সরকার এটি বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু ব্যাটারিচালিত অটো যানবাহনের জনপ্রিয়তার কথা বিবেচনা করে এবং তুলনামূলক পরিবেশবান্ধব হওয়ায় এসব যানের নিয়ন্ত্রিত চার্জিংয়ের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে।

ব্যাটারিচালিত যানবাহনের জন্য কেরানীগঞ্জ ও সিলেটে দুইটি চার্জিং স্টেশন স্থাপন হয়েছে এবং আরও ৮টি স্টেশন স্থাপনের কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।

ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, গুলিবিদ্ধসহ আহত ৩০

সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমজীবী মানুষের জন্য আলাদা বাজেটের দাবি
শ্রমজীবী মানুষের জন্য আলাদা বাজেটের দাবি
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের