X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বৈঠক

রাজনৈতিক কারণে কাউকে গ্রেফতার করা হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৬, ১৪:১২আপডেট : ১৫ জুন ২০১৬, ১৪:৪৮

স্বরাষ্ট্রমন্ত্রী-বার্নিকাট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে  পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজনৈতিক কারণে কাউকেই গ্রেফতার করা হয়নি। আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করা আসামি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এমন অভিযোগ থাকা লোকজনকেই গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে আকস্মিক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। সচিবালয়ে আজ বুধবার (১৫ জুন) স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের কক্ষে  এ বৈঠক হয়। 

বার্নিকাটের সঙ্গে আকস্মিক বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, তিনি বেশ কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সঙ্গে বাংলাদেশের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলও যাচ্ছে। এজন্য তিনি অনেক দিন এখানে থাকবেন না। এটা জানাতে এসেছিলেন।

বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, মূলত মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এছাড়া সম্প্রতি যুক্তেরাষ্ট্রের নাইটক্লাবে হামলা ও বাংলাদেশে চলমান বিশেষ অভিযান নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, বার্নিকাট তার কাছে জানতে চেয়েছিলেন, বিশেষ অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা। তিনি তাকে বলেছেন, এটা সাধারণ একটা প্রক্রিয়া। এ অভিযানে গ্রেফতারকৃতের সংখ্যা অতিরিক্তি নয়। জঙ্গি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে এমন মামলার আসামিদের  গ্রেফতার করা হচ্ছে। সারাদেশে ৬৩০টি থানা রয়েছে। সাধারণতই প্রতিদিন দুই হাজার আসামিকে গ্রেফতার করা হয়। এটা তেমনই। কোনও রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

বিএনপির অভিযোগ, আটককৃতদের মধ্যে অর্ধেক কর্মী তাদের। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি কী বলেছে আমার জানা নেই। সন্দেহভাজন যাদের ধরা হয়েছে তাদের মধ্যে কেউ বিএনপির কর্মী আছে কিনা তাও আমি জানি না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বার্নিকাটের কাছে আমি যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে হামলা নিয়ে দুঃখ প্রকাশ করেছি। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে বক্তব্য দিয়েছিলেন তা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। ওবামা তার বক্তব্যে বলেছেন, যুক্তরাষ্ট্রে কোনও আইএস নেই। আমরাও বলতে চাই যে, বাংলাদেশেও কোনও আইএস নেই।’

সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা বলে অভিহিত করেছেন বার্নিকাট। এ সমস্যা মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে একসঙ্গে লড়তে হবে বলেও তিনি মন্তব্য করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা যদি আমাদের দেশের গোয়েন্দাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন তাহলে কাজটা সহজ হবে।

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য কী কী   ব্যবস্থা নেওয়া হয়েছে-এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মার্কিন দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,  চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে তারা এখন নিজেদেরকে নিরাপদ বোধ করছে।’

মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে বার্নিকাট সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী। এজন্য তিনি পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠকে পুলিশ কমিশনারও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বার্নিকাট সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ বিষয়ে আলোচনা করতে এসেছি।’

আরও পড়ুন

সেই বাবুলের স্ত্রীও মারা গেলেন

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় রিটার্ন টিকিট বাণিজ্য!

/এসআই/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ ৪ আরসা সদস্য আটক
শিক্ষার্থীদের সহায়তার জন্য কিরগিজে যাচ্ছেন বাংলাদেশি রাষ্ট্রদূত
শিক্ষার্থীদের সহায়তার জন্য কিরগিজে যাচ্ছেন বাংলাদেশি রাষ্ট্রদূত
গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে: ইশরাক
গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে: ইশরাক
ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক