X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জেএমবির একটি বড় অংশ আইএসের নামে হামলা করছে বাংলাদেশে

চিত্ত বিশ্বাস, কলকাতা
২২ জুলাই ২০১৬, ০২:৪৪আপডেট : ২২ জুলাই ২০১৬, ০৩:০৮

একটি খাগড়াগড় বিস্ফোরণ ও তার তদন্তে ব্যাপক ধরপাকড় বদলে দিয়েছে সন্ত্রাসীদের একাংশকে। বদলে দিয়েছে নাশকতা সম্পর্কে তাদের পুরনো সব ধারণাকে। তার বদলে উঠে এসেছে নতুন কিছু ধারণা। কী সেগুলো?

জেএমবি বলা হচ্ছে, অত আয়োজনের দরকার নেই। এমন কোনও পরিকল্পনা করা চলবে না, যাতে প্রস্তুতিতেই অনেক সময় ও এনার্জি বেরিয়ে যায়। তার চেয়ে ঝটপট সিদ্ধান্ত নিয়ে এমন কাজ করতে হবে, যাতে দেশে-বিদেশে আতঙ্ক ছড়াবে। ফল পেতে হবে চটজলদি। দীর্ঘদিন ধরে বসে থাকার কোনও অর্থ হয় না। হামলা মানেই যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, বা আইইডি তৈরি করে জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানো, সেই সনাতন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ভিআইপি অর্থাৎ কোনও নেতা-মন্ত্রীকে শেষ করে দিতে পারলে ভাল, না হলে শত্রু হিসেবে চিহ্নিত, এমন ব্যক্তির গলা কেটে খুন করলে সেটাও জিহাদ। ওই কাজ করেও খেলাফত প্রতিষ্ঠার দিকে এগোনো যাবে।
জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি অংশ এখন এই পথ অনুসরণ করেই চলছে। এই অংশটিতে মূলত রয়েছে একঝাঁক তরুণ, যারা শিক্ষিত, তথ্যপ্রযুক্তিতে চোস্ত ও সাইবার দুন‌িয়ায় তাদের অবাধ গতিবিধি। ২০১৪ সালের খাগড়াগড় বিস্ফোরণ ও তদন্তে ভারত-বাংলাদেশের যৌথ অভিযানে কিছুটা চাপে পড়ে যায় জেএমবি। তার পরেই  ২০১৫ থেকে আইএস-এর বাড়াবাড়ি দেখে  ওই জঙ্গি সংগঠনের একাংশ বলতে থাকে, পুরনো কৌশল ত্যাগ করে নতুন পন্থা না নিলে সরকারের দমন-পীড়নের হাত থেকে বাঁচা যাবে না।
ভারতীয় গোয়েন্দারা এ কথা জানতে পেরেছেন গত ৪ জুলাই বর্ধমান স্টেশন থেকে ধরা পড়া সন্দেহভাজন আইএস জঙ্গি মোহম্মদ মুসাউদ্দিন ওরফে মুসার কাছ থেকে। মুসার বাড়ি বীরভূমের লাভপুরে। গত দু’বছর ধরে মুসা আইএস-এর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ভারতীয় গোয়েন্দাদের দাবি অনুযায়ী, মুসা স্বীকার করেছে যে, তাকে প্রভাবিত করার পেছনে পুরোপুরি অবদান আবু সুলেমান নামে বাংলাদেশের এক নাগরিকের। এই আবু সুলেমান আবার এই বছর এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকিকে গলা কেটে খুনের ঘটনায় অভিযুক্ত।

গত দেড় বছর ধরে একটি ওয়েবসাইটের মাধ্যমে সুলেমানের সঙ্গে মুসার আলাপ হয়। এর পর সুলেমান একবার মুসার লাভপুরের বাড়িতে আসে। মাস দুয়েক আগে তাদের বৈঠক হয় মালদহে। ওই বৈঠকে মুসাকে বীরভূমের একাধিক ব্যক্তিকে গলা কেটে খুন করে নিজের ক্ষমতা জাহির করতে বলে সুলেমান। ওই কাজে যাওয়ার পথেই ধরা পড়ে যায় মুসা ও তার দুই সঙ্গী।

রাজশাহীর বাসিন্দা বলে  চিহ্নিত সুলেমান (৩০) অবশ্য এখনও অধরা। মুসার কাছ থেকে সুলেমান ছাড়াও আরেক ব্যক্তির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। মুসার সঙ্গে তার ‘চ্যাট’-এ কথা হতো। সেখানে তার নাম ‘বাংলার বাঘ টু’।

পশ্চিমবঙ্গের সন্দেহভাজন আইএস জঙ্গি মুসার জবানবন্দি অনুযায়ী, জেএমবি-র যে অংশটি সনাতন পন্থা বা আল কায়দার মতাদর্শ অনুযায়ী চলতে চায় না, তাদের বক্তব্য হল, খাগড়াগড় ঘটনায় জেএমবি-র  শিক্ষা হওয়া উচিত। কারণ, বাংলাদেশে বড় আকারে ধারাবাহিক নাশকতা ঘটাতে ও শেখ হাসিনা সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করে বিস্ফোরক ও বোমা তৈরির প্রস্তুতি এবং পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও আসামে জেএমবি-র নেটওয়ার্ক ওই একটি ঘটনাতেই ফাঁস হয়ে গেছে। তাই, প্রস্তুতিতে এত সময় না দিয়ে সংক্ষিপ্ত আয়োজনে এমন লক্ষ্য স্থির করা হোক, যাতে বাংলাদেশ তো বটেই, ভারতসহ গোটা বিশ্বে আতঙ্ক ছড়ানো যায়। আর সেই জন্যই জেএমবির একটি বড় অংশ আইএস-এর নামে হামলা করছে বাংলাদেশে।

আরও পড়ুন:
ভীতি ছড়ালে ব্যবস্থা, জঙ্গিবাদের গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে: পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ