X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
কল্যাণপুরে আহত হাসানের মা

দুই বন্ধুর খপ্পরে পড়ে জঙ্গি হয়েছে ছেলে

মো. নাজমুল হুদা নাসিম, বগুড়া
২৬ জুলাই ২০১৬, ১৮:০৮আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২২:৪৫

ঢাকার কল্যাণপুরে মঙ্গলবার ভোরে ‘স্টর্ম টোয়েন্টি সিক্স’ অভিযানে গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার হাসানের পুরো নাম রাকিবুল হাসান রিগ্যান (১৯)। সে এক বছর আগে বগুড়া শহরের জলেশ্বরীতলায় শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে যাওয়ার নামে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সদর থানায় জিডি করা হলেও এক বছর ধরে তার সন্ধান পাওয়া যায়নি। জেএমবি’র কর্মীদের সঙ্গে তার আগে থেকেই যোগাযোগ ছিল বলেও জানা গেছে। তার মা রোকেয়া আকতার দাবি করেছেন, এলাকার অন্য ছেলেদের সঙ্গে না মিশলেও দু’জন বন্ধুর সঙ্গে মিশতো হাসান। তারাই ওকে বিপথে নিয়ে গেছে। জেএমবি’র সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে ওই দু’জনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।

রাকিবুল হাসান রিগ্যান

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশ ও সোয়াত বাহিনীর বিশেষ অভিযানের সময় ৫ তলা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হাসান ওরফে রিগ্যান। এসময় পুলিশের হাতে ধরা পড়ে সে। চিকিৎসাধীন অবস্থায় নিজের পরিচয় দিলে তাকে নিয়ে বগুড়াজুড়ে আলোচনার সৃষ্টি হয়। পুলিশ ও সাংবাদিকরা তার বাড়ির খোঁজে অনুসন্ধান শুরু করে অনেক চেষ্টায় দুপুরে শহরের জামিলনগরে তার বাসার সন্ধান পান। এলাকাটি ‘জামায়াত-শিবিরের মিনি ক্যান্টনমেন্ট’ হিসেবে সবমহলে পরিচিত।

ওই বাসায় পুলিশ গিয়ে তার মা নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তা রোকেয়া আকতারকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে।

মঙ্গলবার দুপুরে সরেজমিন বগুড়া শহরের জামিলনগরে রিগ্যানদের বাসায় গিয়ে দেখা গেছে, প্রতিবেশীদের ভিড়। সবাই রিগ্যানের জন্য আফসোস করছেন। রিগ্যানের মায়ের কথা সমর্থন করে তারা বলছেন, দুই বন্ধুর খপ্পরে পড়েই সে জঙ্গি হয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর সম্মান নষ্ট হয়ে গেল।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাকিবুল হাসান রিগ্যান

তার নিকটাত্মীয়রা জানিয়েছেন, প্রয়াত ঠিকাদার রেজাউল হকের দুই ছেলেমেয়ের মধ্যে রিগ্যান ছোট। বড় মেয়ে তানিয়া সুলতানা সরকারি শাহ সুলতান কলেজে রসায়ন বিভাগে অনার্স পড়ছেন। মেয়েজামাই আবু হোসেন শুভ শহরতলীর পুরান বগুড়ায় পার্টসের ব্যবসা করেন। রিগ্যান ২০১৩ সালে জামিলনগরে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও ২০১৫ সালে বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। এরপর মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার জন্য শহরে জলেশ্বরীতলায় শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়। ধার্মিক রিগ্যান এলাকার সবাইকে নামাজ-রোজা করতে অনুরোধ করতো। এলাকার কারো সঙ্গে না মিশলেও বগুড়ার আদমদীঘির মাসুদ রানা ও বাড়ির ভাড়াটিয়া দুপচাঁচিয়ার মোহাইমেনুল হাসান সিহাবের সঙ্গে তার খুব সখ্যতা ছিল। কিছুদিন আগে জেএমবি সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাসুদ রানা ঢাকায় ও সিহাব বগুড়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

রিগ্যানের মা নার্সিং কর্মকর্তা রোকেয়া আকতার জানান, ২০১২ সালের ৮ এপ্রিল রিগ্যানের বাবা ঠিকাদার রেজাউল হক মারা যান। এর আগে তারা শহরতলীর হরিগাড়ি এলাকায় ছিলেন। তিন বছর আগে জামিলনগর এলাকায় বাসা কিনে বসবাস শুরু করেন তারা। তার ছেলে রিগ্যান গত বছরের ২৬ জুলাই সকাল সাড়ে ৭টায় রেটিনা কোচিং সেন্টারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ। পরদিন তার মা সদর থানায় জিডি করেন। কিন্তু, পুলিশের কাছে অনেক ধর্না দিলেও তারা তার ছেলের সন্ধান দিতে পারেননি। অনেক চেষ্টা করেও তারা রিগ্যানের কোনও খোঁজ পাননি। গত এক বছর ধরে তার সঙ্গে পরিবার সদস্যদের কোনও যোগাযোগ নেই।

বগুড়ার জামিলনগরে রাকিবুল হাসান রিগ্যানের বাড়ি

রোকেয়া আকতার আরও জানান, তার ছেলে খুব ধার্মিক। নিয়মিত নামাজ-রোজা করতো। সবাইকে ধর্মের পথে চলতে পরামর্শ দিত। পরবর্তীতে তিনি জানতে পারেন, বন্ধু সিহাব ও মাসুদ রানার সঙ্গে সে নিরুদ্দেশ হয়েছে। তিনি সিহাবকে চিনলেও মাসুদ রানাকে চিনতেন না। তার বিশ্বাস, সিহাব ও মাসুদ রানার কারণেই তার ছেলে বিপথে গেছে। মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানা পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। তিনি দাবি করেন, তার ছেলে শিবিরের কোচিং সেন্টারে পড়লেও কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। রোকেয়া আকতার তার ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রতিবেশী মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেওয়া জানান, গত ৩ বছর ধরে রোকেয়া আকতার এখানে বসবাস করছেন। তার দুই ছেলে মেয়ে খুবই ভদ্র। রিগ্যান খুব ধার্মিক। মুখে ছোট দাঁড়ি রাখে ও এলাকার সবাইকে খুব সম্মান করতো। গত এক বছর ধরে ছেলেটা নিখোঁজ রয়েছে।

প্রতিবেশী রিকশাচালক রেজাউল করিম জানান, রিগ্যান এলাকায় কারো সঙ্গে মেলামেশা করতো না। জামিলনগর এলাকা জামায়াত-শিবিরের ঘাঁটি হলেও রিগ্যানকে কখনও রাজনীতি করতে দেখেননি তারা। একই ধরনের মন্তব্য করেছেন এলাকার অনেকে।

সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, ঢাকায় গ্রেফতার রাকিবুল হাসান রিগ্যানের মা রোকেয়া আকতারকে মঙ্গলবার দুপুরে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। বগুড়ার ডিবি ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, রিগ্যানের মা থানায় ডিজি করেছিলেন। এ কারণে সে তাদের তালিকায় ছিল।

/টিএন/

আরও পড়ুন:

অপারেশন স্টর্ম-২৬ এর সব খবর

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ