X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মন্ত্রীকে ঘিরে ধরে রিশা হত্যার বিচার চাইলো শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১২:৫১আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৪:৫১

কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশাকে হত্যার ঘটনায় আজ সোমবারও  স্কুলের সামনের প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্কুলের সামনে পৌঁছালে তারা তাকে ঘিরে ধরে রিশা হত্যার বিচার দাবি করে। তারা শিক্ষামন্ত্রীর সামনেই ‘উই ওয়ান্ট জাস্টিস বলে’ স্লোগান দেয়। উইলস-লিটন-ফ্লাওয়ার-স্কুলে-শীক্ষামন্ত্রী-নুরুল-ইসলাম-নাহিদ

সোমবার বেলা ১২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কম্পাউন্ডে আসেন শিক্ষামন্ত্রী। এসময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, রিশার বাবা-মাসহ অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করে তারা মানুষ নামে পশু। এই হত্যা আমি মেনে নিতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি এ বিষয়ে যোগাযোগ করে এসেছি। আমিও এই হত্যার বিচার চাই। অবিলম্বে ঘাতক ওবায়দুলকে গ্রেফতার করে কাঠগড়ায় দেখতে চাই। আইনের বিধান অনুযায়ী তার ফাঁসি চাই।’

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘আমি সুস্পষ্ট করে বলতে চাই, শিক্ষার্থীদের কারও গায়ে আঘাত মানবো না। তাদের নিরাপত্তা চাই।  কোনও শিক্ষার্থী ভুল করলে আমাকে বিচার দেবেন, আমি তা দেখবো।’ 

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারের দাবি খুনির বিচার। এটা অবিলম্বে কার্যকর করতে হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ মন্ত্রীকে ঘিরে ধরে রিশা হত্যার বিচার চাইলো শিক্ষার্থীরা

ঘাতক ওবায়দুলের ছবি গণমাধ্যমে এসেছে বলে জানিয়ে তিনি বলেন, ‘সে এখন আর অপরিচিত নয়। তাকে যে যেখানে দেখবেন সেখানেই আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে তাকে ধরিয়ে দেবেন।’

এদিকে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই রিশা হত্যার প্রতিবাদে আজও  স্কুলের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বুধবার (২৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনেই একটি টেইলার্সের কাটিং মাস্টার ওবায়দুল খান ছুরিকাঘাত করে রিশাকে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির চারদিন পর রবিবার (২৮ আগস্ট) রিশা মারা যায়।

আরও পড়ুন: যে পথে আসে গুলশান হামলার অস্ত্র 

/জেএ/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা