X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করতে চায় এফবিআই

শেখ শাহরিয়ার জামান
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫০

এফবিআই

দেশে বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলোর প্রেক্ষিতে এসব ঘটনার তদন্ত করাসহ আরও বেশি সম্পৃক্ত হয়ে আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদের প্রস্তাব দিয়েছে তারা। তবে সরকার এ বিষয়ে এখনও আগ্রহ দেখায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন,  ‘তারা (এফবিআই) আমাদেরকে জানিয়েছে এ বিষয়ে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অনেক বেশি। তারা জঙ্গিদের মনস্তাত্ত্বিক বিষয়টি বুঝতে চায়। তবে সরকার এ বিষয়ে এখনও ইতিবাচক মনোভাব প্রকাশ করেনি।’

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ‘পশ্চিমা বিশ্ব মনে করে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার পেছনে আইএস বা বিদেশি জঙ্গি সংস্থার সরাসরি হাত রয়েছে। তবে একথা বরাবরই অস্বীকার করেছে সরকার। প্রধানমন্ত্রীসহ সরকারের সব মন্ত্রী বরাবরই বলে আসছেন, দেশে জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত সবাই এদেশীয়। এখানে কোনো বিদেশি এসে কোনও জঙ্গি কার্যক্রম চালাচ্ছে না। তবে তাদের সঙ্গে বিদেশিদের যোগাযোগ থাকলেও থাকতে পারে।’

তিনি বলেন, ‘এদের অনেকে বিদেশে অবস্থান করেছে বা বিদেশে পড়াশোনা করেছে এবং সে সময় তারা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে থাকতে পারে। কিন্তু তারা বিদেশি কোনও সন্ত্রাসী সংস্থার কাছ থেকে সরাসরি নির্দেশপ্রাপ্ত হয়ে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম চালিয়েছে বা চালাচ্ছে এরকম কোনও তথ্য তাদের কাছে নেই।’

তিনি আরও বলেন,‘ সরকার মনে করে এসব জঙ্গির সঙ্গে কোনও বিদেশি সন্ত্রাসী বা জঙ্গি সংগঠনের সঙ্গে ই-মেইল বা অন্য কোনো মাধ্যমে লঘু যোগাযোগ থাকতেও পারে। কিন্তু তারা সরাসরি বিদেশিদের কাছ থেকে নির্দেশ পায় বলে আমাদের জানা নেই।’

তবে পশ্চিমা বিশ্বের সঙ্গে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও জঙ্গি বিষয়ে পারস্পরিক সহযোগিতা থেমে নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের সময়ে নিরাপত্তা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং আসন্ন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের অনেক সহযোগিতার প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে আবার কয়েকটি প্রস্তাবে তারা নেতিবাচক মনোভাবও পোষণ করেছে।

তিনি জানান, ‘সন্ত্রাসবিরোধী সহযোগিতার অংশ হিসেবে মূলত তথ্য আদান-প্রদান, প্রশিক্ষণ বা সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিতে আগ্রহী বাংলাদেশ। তবে এসবের বাইরে জঙ্গিবিরোধী তদন্তেও অধিক মাত্রায় সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র।’

/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা