X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নার্গিসের জন্য প্রার্থনা আর বদরুলের জন্য ঘৃণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৭:১৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৭:১৪

 

ফেসবুকে নার্গিসের জন্য প্রার্থনা ও বদরুলের জন্য ঘৃণা সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে এখন অসংখ্য কোপের আঘাতে অসাড় নার্গিসের জীবন ফিরিয়ে দেওয়ার প্রার্থনা আর তাকে কুপিয়ে আহত করা ছাত্রলীগ নেতা বদরুল আলমের প্রতি ঘৃণা ও তার শাস্তির দাবি।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নার্গিসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যাচেষ্টার ভিডিও প্রকাশিত হওয়ার পর থেকে শুরু হয়েছে তোলপাড়। একদিকে ঘটনার আকস্মিকতায় বিমূঢ় সবাই, আরেকদিকে এধরনের একাধিক ঘটনা ঘটলেও কোন বিচার না হওয়ায় তীর্যক মন্তব্য ছুড়ছেন অনেকেই। আর নার্গিসের প্রতি অমানবিক আচরণের ঘটনায় ফিরে ফিরে আসছে তনুর কথা, বিচারহীনতার কথা।

 গতকাল সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম। প্রেমসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটায় সে।

এদিকে, এ মারাত্মক অপকর্মের কারণে বদরুলের প্রতি তীব্র ঘৃণা ছড়িয়ে পড়েছে ফেসবুকের ওয়ালে ওয়ালে। মন্তব্যকারী সবার প্রশ্ন, ‘এ ধরনের নৃশংস ঘটনা যে ঘটাতে পারে সে আবার প্রেমের দোহাই দেয় কোন বিবেচনায়?’

মন্তব্যকারীদের একজন আবু সাঈদ আহমেদ লিখেছেন,‘মেয়েটি লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ক্রমশ ক্ষীণতর হয়ে আসছে—ছাত্রলীগ নেতার প্রেমপ্রস্তাব প্রত্যাখানের মূল্য জীবন দিয়ে পরিশোধ করতে যাচ্ছে মেয়েটি--।..প্রার্থনা করি মেয়েটি শারীরিকভাবে বেঁচে উঠুক।’

ফেসবুকে নার্গিসের জন্য প্রার্থনা ও বদরুলের জন্য ঘৃণা সাইফুদ্দিন আহমেদ নান্নু লিখেছেন, ‘বীরবাহাদুর বদরুল! হ্যাঁ বদরুলেরা এই প্রজন্মের প্রতিনিধি, রাজনীতির প্রতিনিধি, সমাজের প্রতিনিধি। চিন্তার কিছু নেই, হাজার হাজার বদরুল আমাদের চোখের সামনে, চোখের আড়ালে বড় হচ্ছে, কিলবিল করে বড় হচ্ছে। বদরুলেরা আসতে শুরু করেছে, এখন একজন দুজন করে, কদিন বাদে দেখবেন ঝাঁক বেঁধে দলে দলে আসছে। কার সাধ্য বদরুলদের রুখে। যদি জিজ্ঞেস করেন, কোন বদরুল, কে বদরুল? তাহলে বলি এখনও যদি তাকে চিনে না থাকেন তাহলে আপনার ফেসবুক আইডিটা বন্ধ করে দিয়ে বাড়ি ফিরে যান এবং বদরুলদের জন্য নিজে, নিজের বোন, স্ত্রী, কন্যাকে তৈরি থাকতে বলুন। ভাল কথা একটি এ্যাম্বুলেন্সও স্ট্যাণ্ডবাই রাখুন। বদরুলরা আসছে, দলে দলে আসছে।’

কোকো নাঈম তার ওয়ালে লিখেছেন, ‘অ্যাকশন মুভি দেখছিলাম। মাঝে একটু বিরতি নিতে গিয়ে ফেইসবুকে ঢুঁ মারলাম। একটা ভিডিও পোস্টে নজর পরলো। এক মেয়েকে নৃশংসভাবে কুপাচ্ছে এক যুবক। সিলেটের ঘটনা। দেখার পর মনটাই নষ্ট হয়ে গেল। মুভি দেখা বাদ দিলাম। বাস্তবে এসব নৃশংসতা দেখার পর কিসের আবার অ্যাকশন মুভি।

মাত্র কয়েকদিন আগের একটা নিউজের কথা মনে পড়ে গেল, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ভারতের রাজপথে দিনে দুপুরে সবার সামনে এক মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। ঐ কাহিনীর সাথে সিলেটের আজকের ঘটনাটার যথেষ্ট মিল আছে।…স্ট্যাটাস লিখছি আর সিলেটের নৃশংস ভিডিওটা চোখে ভেসে উঠছে। একটা নিরীহ দুর্বল মেয়েকে কুপাচ্ছে এমন নৃশংসভাবে! এ কেমন পুরুষ! ফাঁসি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই এসব বলতেও এখন লজ্জা লাগে!’

ফেসবুকে নার্গিসের জন্য প্রার্থনা ও বদরুলের জন্য ঘৃণা সাংবাদিক আরাফাত সিদ্দিক লিখেছেন, ‘সিলেটে একজন মেয়েকে প্রকাশ্যে কুপিয়েছে নেতাগোছের এক ছেলে। এর ভিডিও আছে, আমার দেখার সাহস হয়নি। মূল কথায় আসি, এই ঘটনার প্রতিবাদ করার নৈতিকতা আমার আছে কিনা তা নিয়ে আমি সন্দিহান ! কারণ, ঘটনাস্থলে আমি থাকলে ছেলেটাকে আটকাতে কি কোন চেষ্টা করতাম? আমি জানি না। ছেলেটা আবার নেতা গোছের, সেটা জেনে ভিডিও করার সাহস পেতাম কিনা তাও ঠিক জানি না। নিজের সম্পর্কে এই না-জানাটা, ঘটনার প্রতিবাদে আমার 'নৈতিকতা' কতটুকু তা বোঝায়। তাই ফেসবুকে এ ঘটনার নিন্দা আপাতত আমি জানাচ্ছি না। যেদিন রাস্তাঘাটে এমন ঘটনা দেখে আমি নিজের আচরণ সম্পর্কে সিউর (শিওর) হবো, সেদিন কেবল আমার প্রতিবাদমূখর হওয়াটা নৈতিক হবে। তবে ফেসবুক প্রতিবাদ জারি থাকুক, শুধু আমার কথাটা আমি বলে রাখলাম।’

/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত