X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

নার্গিসের চিকিৎসার ব্যয় বহন করছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৬:৩১আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:৩৩

মাহবুব উল আলম হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী নৃশংস হামলার শিকার খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম। প্রধানমন্ত্রী তার দফতরের মাধ্যমে নিয়মিত নার্গিসের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান এই নেতা।
বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্মমেলন উপলক্ষে গঠিত দফতর উপকমিটির রংপুর বিভাগের প্রস্তুতি সভায় এ কথা জানান তিনি।
সভায়  মাহবুবউল আলম বলেন, আমরা প্রার্থনা করি খাদিজা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনারা হয়তো জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন। এ ঘটনার সাথে যে জড়িত বদরুলকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অপরাধী যেই হোক, সে ছাত্রলীগ, যুবলীগ নাকি ছাত্রদল যুবদল, আমাদের কাছে তা বিবেচ্য বিষয় নয়।
তিনি আরও বলেন, অপরাধীর কোনও পরিচয় থাকতে পারে না। তাকে আইনের আওতায় আনা হয়েছে। তাকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকারের ভাবর্মূতি ক্ষুন্ন এবং দেশের মানুষের অনুভূতিতে আঘাত করতে না পারে।
মাহবুবউল আলম হানিফ বলেন, আমরা বিশ্বাস করি বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবো।

সভায় আরও উপস্থিত বলেন, আওয়ামী লীগের সভাপতি-লীর সদস্য ও দফতর উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের, কমিটির সদস্য আব্দুল মান্নান, এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন ও মাহমুদুল হাসান রিপন।

/পিএইচসি/এইচকে/

পড়ুন: ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান নার্গিসের বাবা

সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
নীরবতা ভাঙলেন ঐশী
নীরবতা ভাঙলেন ঐশী
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান