X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধান বিচারপতির বক্তব্যে দ্বিমত আইনমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১৪:৪৯আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৫:২১

প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতির বক্তব্য স্ববিরোধী। প্রধান বিচারপতির বক্তব্য আমি দেখেছি, পড়েছি এবং উপলব্ধি করার চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে আমি তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করি।’

প্রধান বিচারপতি সোমবার এক বাণীতে বলেন, ‘সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধঃস্তন সব আদালত ও ট্রাইব্যুনালের ওপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। অপরদিকে, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীর গতির অন্যতম কারণ। ১১৬ অনুচ্ছেদের ফলে অধঃস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এতে বিচার কাজে বিঘ্ন ঘটে এবং বিচার প্রার্থী জনগণের ভোগান্তি বেড়ে যায়।’

এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আগের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বর্তমান সংবিধানে প্রতিস্থাপন করা হয়েছে মাত্র। বিচার বিভাগের স্বাধীনতা, শক্তিশালী করতে যা যা করা প্রয়োজন বর্তমান সরকার তা করবে।’

শেখ হাসিনা গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাস করেন মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রয়োজন হলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পরিবর্তন করা হতে পারে। ১৯৭২ সালের সংবিধানে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলা ছিল। সেক্ষেত্রে রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি রাষ্ট্রপতিকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ না করে বিচার বিভাগের কোনও কিছু পরিবর্তন করেছেন এমন তথ্য আমাদের কারোই জানা নেই। যা করা হয়েছে প্রধান বিচারপতির অনুমতি নিয়েই করা হয়েছে। আমিও মন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সব সুপারিশ মানার চেষ্টা করি। সুপ্রিম কোর্ট দেশের সম্পদ। দেশের মানুষের শেষ ভরসা স্থল। তাই সুপ্রিম কোর্ট বিষয়ে কোনও কিছু করতে হলে আমি অতি সাবধানতা অবলম্বন করি। সুপ্রিম কোর্ট এবং বঙ্গভবনের মধ্যে সেতুর ভূমিকা পালন করে আইন মন্ত্রণালয়।’

মঙ্গলবার দুপুর ২টার দিকে সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘২০০৭ সালের ১ নভেম্বর মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগকে পৃথকীকরণের কাজ শুরু হয়। ১৯৭২ সালের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার কথা পরিষ্কার বলা আছে। চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সেটি মেইনটেইনও করা হচ্ছিল। কিন্তু মাঝপথে সামরিক সরকার ক্ষমতায় এসে বিচার বিভাগের চলমান গতিশীল পথকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সে জঞ্জাল অপসারিত করেছে। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হওয়ায় সেই উদ্যোগ আবারও বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে ২০০৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে বিচার বিভাগের স্বাধীনতা মানুষের বিচার পাওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় অবকাঠামো উন্নয়ন ও নতুন নতুন বিচারকের পদ সৃষ্টি করে মানুষের বিচার পাওয়ার অধিকারকে ত্বরান্বিত করেছে। সেই কাজ এখনও অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘বিচার প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া। বিচার বিভাগের গতিশীলতা আনতে সব কাজই করবে। কাজ অনেক দূর এগিয়েছে। এটি অব্যাহত থাকবে। সরকারের পক্ষ থেকে আমি বলতে চাই বিজ্ঞ বিচার বিভাগের কাজের সরকার কখনই হস্তক্ষেপ করবে না।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘তাভেল্লা সিরাজ হত্যা মামলার আসামিকে নিম্ন আদালত জামিন দেয়নি। কিন্তু উচ্চ আদালত জামিন দিয়েছেন। মাহমুদুর রহমানও জামিন পেয়েছেন। সরকার যদি হস্তক্ষেপ করতো তাহলে এই স্বাধীনতা কি থাকতো বিচার বিভাগের?’

আইনমন্ত্রী বলেন, ‘নির্বাহী বিভাগ আদালতের বিচারিক কাজে হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। সরকার মনে করে গণতন্ত্রের বিকাশ ও গণতন্ত্রকে শক্তিশালী করতে বিচার বিভাগের স্বাধীনতার খুব প্রয়োজন।’

 

/এসআই/এসটি/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে