X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ছাত্রদেরও কর দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৬, ১৫:৫৮আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ২০:৩৬

আবুল মাল আবদুল মুহিত

ছাত্রদেরও কর দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘কর দেওয়ার জন্য কোনও বয়স লাগে না। যে কোনও বয়সে কর দেওয়া যায়। ছাত্রদের মধ্যে যাদের কর দেওয়ার সক্ষমতা আছে তারা যেন কর দেয়।’

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর এর নিজস্ব ভবনে আয়োজিত আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি আগামী ২০১৮-১৯ অর্থবছরে ৫ লাখ কোটির টাকার জাতীয় বাজেট উপস্থাপন করতে পারবো।’ তিনি আরও বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন করদাতা তৈরির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা গত চার মাসে সফল হয়েছে।’ 

অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন সভ্য হয়েছে। সভ্য হওয়ার কারণে করদাতার সংখ্যা বাড়ছে। সামনের আট মাসে আরও দশ লাখ নতুন করদাতা যোগ হবে। তার মতে এই অর্থবছর শেষে আয়কর দেবেন ২৫ লাখ মানুষ।’ তিনি আরও বলেন, ‘পাশের দেশের মানুষের তুলনায় আমাদের দেশের মানুষরা যে আয়কর দেন সেটা লজ্জার । এ লজ্জা আগামী দুই বছরের মধ্যে কেটে যাবে।’

তিনি বলেন, ‘এখন মানুষ অনেক সভ্য হয়েছে। জীবনের মানোন্নয়নের জন্য কর নেওয়া হয়। আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নেওয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন সে স্বপ্ন এখন তিনিও দেখেন। তিনি আরও বলেন, জনগণ এখন স্ব ইচ্ছায় কর দেয়। এ কারণে নতুন করদাতা বাড়ছে।’

এসময় তিনি কর দেওয়াকে এখন বাহাদুরির বিষয় বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান ও এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।

/জিএম/এমডিপি/টিএন/

আরও পড়ুন: প্রধান বিচারপতির বক্তব্যে দ্বিমত আইনমন্ত্রীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী