X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘এক ঘণ্টা পরেই আপনারা আইসক্রিম খাবেন’

জামাল উদ্দিন ও পাভেল হায়দার চৌধুরী, নারায়ণগঞ্জ থেকে
২২ ডিসেম্বর ২০১৬, ১৫:০৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ২০:০৯

ভোট দেওয়ার পর এভাবেই ছবি তোলেন শামীম ওসমান

সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, ‘আর মাত্র এক ঘণ্টা বাকি আছে। আমি জয় নিয়ে আশাবাদী। আশা করছি, এক ঘণ্টা পরেই আপনারা আইসক্রিম খাবেন।’ বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে শহরের ১২ নম্বর ওয়ার্ডের বার একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা আড়াইটার দিকে গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৬৬২ ) করে ভোট কেন্দ্রে আসেন শামীম ওসমান।কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে তিনি কেন্দ্রের ভেতর প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে অন্য কাউকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি। তবে গাড়িতে তার দু’জন সঙ্গী ছিলেন। তারা গাড়ি থেকে নামেননি।

ভোট দিয়ে বের হয়ে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের টার্গেট ছিল একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা। আমেরিকার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু আমাদের এ নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। আমি আশা  করি, নির্বাচনে আমরা জয়লাভ করব।’ তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের অনেক লোক ও পত্রিকা আছে, তারা খুব চেষ্টা  করেছে নির্বাচনকে এটা ইস্যু বানানোর। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। নারায়ণগঞ্জের অনেক লোকের পায়ের নিচে মাটি নেই। তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে এসেছে। আমি নারায়ণগঞ্জের রাজনীতি করে এখানে এসেছি। ওই উস্কানিতে তারা চলতে পারে, কিন্তু আমরা চলি না।’

 শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমাণ করেছেন, প্রার্থীর সঙ্গে যোগাযোগ ছাড়াই শেখ হাসিনার কর্মীরা নৌকার পক্ষে কাজ করেছেন। আমি আশাবাদী নৌকার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন।’  তিনি বলেন, ‘ভোটার উপস্থিতি ভালো। কাল (বুধবার) আমি একটা জায়গায় ঢাকা থেকে আসা সাংবাদিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছি। ওই সময় তাদের সঙ্গে বসে কথা বলেছি। কিন্তু বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকা রিপোর্ট করেছে, আমি সেখানে মিটিং করেছি। আমার মনে হয়, এ রিপোর্টে সাংবাদিকরা নিজেরাও লজ্জা পেয়েছেন।’

শামীম ওসমান বলেন, ‘নৌকা স্বাধীনতা ও নিরীহ মানুষের শক্তি। আমার বিশ্বাস নৌকার পক্ষে বিজয় আসবে। ’

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা থেকে যেসব কেন্দ্রীয় নেতা এসেছেন, বিশেষ করে কাজী জাফরউল্লাহ, আবদুর রহমান, এনামুল হক শামীম, অসীম কুমার উকিলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এছাড়া দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই নির্বাচন নিয়ে প্রতিনিয়ত খোঁজ নিয়েছেন, তাকেও কৃতজ্ঞতা জানাই।’

এদিকে, শামীম ওসমান দলবল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করায় ৭৭ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাহাউদ্দিন অসন্তোষ প্রকাশ করে বলেন, 'আমি কী করব? আমি তো সেখানে প্রকাশ্যে বাধা আপত্তি জানাতে পারিনি। এ বিষয়ে আমাকে নির্বাচন কমিশন থেকেও ফোন করে জানতে চেয়েছিল। আপনারা তো সাংবাদিক। আপনারা সবই বোঝেন। আমি ঢাকা থেকে এসেছি, এখানে কিছুই চিনি না।' তিনি বলেন, ‘শামীম ওসমান মেয়র পদের ভোট প্রকাশ্যে ও কাউন্সিলর পদের ভোট গোপন ব্যালটে দেন।’

এসআই/পিএইচসি/জেএ/এসএনএইচ/এপিএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড