X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভোটার না থাকার অভিযোগ দিয়ে ভোটগ্রহণ শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ১৪:০১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৩৪


হিলির একটি কেন্দ্র
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে সারা দেশে সম্পন্ন হলো জেলা পরিষদ নির্বাচন।  এখন অপেক্ষা কেবল ভোট গণনা ও ফল জানার। দেশের ৫৯ জেলায় ভোটগ্রহণ করা হয়েছে। তবে পঞ্চগড়, গাইবান্ধা, দিনাজপুরের হিলিসহ বেশ কয়েকটি স্থানে ভোটকেন্দ্র ভোটারশূন্য থাকার খবর পাওয়া গেছে। প্রার্থীদের বৈধতা প্রশ্নে আদালতের নির্দেশে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকলেও নির্বাচনের দিন কোথাও বড় ধরনের কোনও অনিয়ম বা সহিংসতার খবর পাওয়া যায়নি।
পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোলা ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই দুই জেলায় ভোট হয়নি। ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটির নির্বাচন অনুষ্ঠিত হলো নির্দলীয়ভাবে। ৩ ঘণ্টায়ও কোনও ভোট ছিল না পঞ্চগড়ে

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক টাকা ছড়াছড়ি ও সরকার দলের এমপিদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া যায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সুবিধাভোগী  সংসদ সদস্যদের নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তারা তা আমলে নেননি। মঙ্গলবার রাতে অন্তত দুই ডজন সংসদ সদস্য এলাকায় অবস্থান করেন বলে জানা গেছে।

এদিকে আচরণ বিধি অনুযায়ী নির্বাচনের ৩২ ঘণ্টা আগে প্রচার-প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার বিভিন্ন এলকায় প্রকাশ্যে ভোট চাওয়ার খবর পাওয়া গেছে। গাইবান্ধার ভোটারবিহীন কেন্দ্র

নির্বাচনে জেলা পরিষদের চেয়ারম্যান পদে ২১জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ১৬৬জন ও সংরক্ষিত সদস্য ৬৯জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে আজ (বুধবার) ভোটগ্রহণ হয়। নির্বাচনে চেয়ারম্যান এবং সদস্য পদে সবমিলিয়ে প্রার্থী সংখ্যা ৩ হাজার ৯৩৮জন। মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার ৩৪৩জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৮০০জন।

ঝিনাইদহে ভোট

আইন অনুযায়ী, স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠান সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এবং একই দলের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি অংশ নেয়নি।

জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের পাহারায় ২০জন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান,ব্যাটালিয়ান আনসার ও আনসার ভিডিপির সদস্যরা মোতায়েন ছিলেন। কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল বিজিবি ও র‌্যাব। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১টি মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স এবং র‌্যাবের ১টি করে মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল। ভোটার না থাকলেও কেন্দ্রের বাইরে উৎসুকদের ভিড়

৬১টি জেলা পরিষদে নির্বাচনে আটটি সংস্থার ১ হাজার ৩৩৯ জন পর্যবেক্ষককে অনুমোদন দেয় ইসি। এর মধ্যে ৬টি সংস্থার স্থানীয় পর্যবেক্ষক ৯৬৩জন ও তিনটি সংস্থার কেন্দ্রীয় পর্যবেক্ষক ৩৭৬জন।

/এফএস/ এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক