X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইসি গঠনে দ্রুত আইন প্রণয়নের প্রস্তাব নির্বাচন বিশেষজ্ঞদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৭:০৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৭:০৯

নির্বাচন কমিশন নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের সুপারিশ করেছেন নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকগণ। রাজনৈতিক দলগুলোর আইন প্রণয়নের পক্ষে অবস্থানের প্রসঙ্গ টেনে বলেন, তরা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলো আইন প্রণয়নের কথা বলেছে। সংবিধানের বিধান অনুযায়ী বিতর্ক এড়াতে নতুন কমিশন গঠনের আগেই এই আইন প্রণয়ন জরুরি। দরকার হলে অধ্যাদেশ জারি করে হলেও কমিশন গঠন করা উচিত। বৃহস্পতিবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত আইনের খসড়া প্রাসঙ্গিক ভাবনা’  গোল টেবিল বৈঠকে তারা এই প্রস্তাব দেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. শামসুল হুদা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি ভালো নির্বাচন কমিশন দরকার। যাদের আমরা কমিশনার বলব, তাদের ব্যাকগ্রাউন্ড কী? অতীতে কোন দলের সঙ্গে জড়িত ছিলেন কিনা? অথবা কোনও ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কিনা? অথবা কোনও দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিনা? এই রকম লোককে নির্বাচন কমিশনার করলে তা নিরপেক্ষ হবে না।’

দ্রুত আইন প্রণয়নের প্রস্তাব করে সাবেক সিইসি শামছুল হুদা বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে সংসদে আইন করুন, না হলে অর্ডিন্যান্স জারি করে কমিশনার নিয়োগ করা হোক।’ গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার রিপোর্ট বিবেচনা করে সঠিক কমিশনার গঠনের দাবি জানান তিনি।

রাষ্ট্রপতির সংলাপকে স্বাগত জানিয়ে শামসুল হুদা বলেন, ‘রাষ্ট্রপতি যদি একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পারেন, তাহলে জাতি তাকে চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।’

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নতুন কমিশনের হাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কাজেই এই কমিশন গঠন ও আগামী নির্বাচনের ওপর জাতির দীর্ঘদিনের ভাগ্য নির্ভর করছে। ইসি ভালো না হলে নির্বাচনও ভালো হবে না। এতে জাতির ভাগ্য বিপর্যয় ঘটবে। গণতন্ত্র বিপন্ন হবে।’

দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘রাষ্ট্রপতি সংলাপ করছেন এটা ভালো। এখন গণতন্ত্রের স্বার্থে হাসিনা-খালেদা যদি একবার বৈঠকে বসেন, তাহলে সমস্যার সমাধান সহজ হবে। এজন্য খালেদা জিয়ার উচিত প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়া। দরকার হলে তার সঙ্গে দেখা করা। তারা দু’জন এক সঙ্গে না বসলে রাষ্ট্রপতির এ সংলাপ হাওয়ায় উড়ে যাবে। তখন সরকার তার ইচ্ছামতো নির্বাচন কমিশন গঠন করবে, যা দেশের গণতন্ত্রের জন্য বিপর্যয় ডেকে আনবে।’

আগামী নির্বাচনকালীন সরকার দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ড. ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘বিএনপি আগেও এ রকম একটি সমঝোতা চেয়েছিল। এখন দুই নেত্রীর দেখা করা খুবই জরুরি।’

কমিশনে সদস্য কমানোর প্রস্তাব করে সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচজনের পরিবর্তে তিনজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করলে ভালো। কারণ তিনজন নিয়ে গঠিত হলে ঐকমত্যের ভিত্তিতে কাজ করা সহজ হবে। আর যদি সদস্য ৫ জনই করতে হয় তাহলে প্রথমে ৩ জন নিয়োগ দিতে হবে। মেয়াদের মাঝামাঝি সময়ে বাকি ২ জনকে নিয়োগ দেওয়া যেতে পারে। এতে কমিশনের একটি ধারাবাহিকতা থাকবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আগামী নির্বাচনে যেন ইলেকট্রনিক ভোটিং না হয়। কারণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যদি দক্ষ লোকের হাতে না পড়ে, তাহলে জনগণ একটি প্রতীকে ভোট দেবে আর গণনা হবে অন্য প্রতীক।’ 

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার তার লিখিত বক্তব্যে রাষ্ট্রপতিকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য যুগোপযোগী আইন করার জন্য সরকারকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেন।

 আরও পড়ুন: আরও ৮ দলকে সংলাপে ডেকেছেন রাষ্ট্রপতি

/ইএইচএস/ এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
পিনাকীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র, মুশফিককে অব্যাহতি
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে